চুয়াডাঙ্গা জেলায় বিদ্যুত সরবরাহ বন্ধ থাকবে আজ

 

স্টাফ রিপোর্টার: বার্ষিক রক্ষণাবেক্ষনের আওতায় আজ রোববার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চুয়াডাঙ্গা জাফরপুর বিদ্যুত গ্রিড উপকেন্দ্রে সংস্কার কাজ করা হবে। ফলে সকাল ৯টা থেকে একটানা দুপুর ২টা পর্যন্ত জীবননগর ও উথলী উপকেন্দ্রসহ দর্শনা, দামুড়হুদা ও চুয়াডাঙ্গায় বিদ্যুত সরবরাহ বন্ধ থাকবে।

অপরদিকে, মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতি জীবননগর উপকেন্দ্রের জুনিয়র ইঞ্জিনিয়ার শাহিনুর রহমান জানান, বার্ষিক রক্ষণাবেক্ষন কার্যক্রমের আওতায় আজ রোববার সকাল ৯টা থেকে জাফরপুরে অবস্থিত বিদ্যুত গ্রিড উপকেন্দ্রের ১লাখ ৩২ হাজার কেভি লাইনের সংস্কার কাজ করা হবে। ফলে সকাল ৯টা থেকে একটানা দুপুর ২টা পর্যন্ত জীবননগর, উথলী, দর্শনা, দামুড়হুদা ও চুয়াডাঙ্গা উপকেন্দ্রের আওতাধীন সকল স্থানে বিদ্যুত সরবরাহ বন্ধ থাকবে। এছাড়াও একই কর্মসূচির আওতায় আগামী ২৩ ও ২৪ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উল্লেখিত স্থানসমূহে বিদ্যুত সরবরাহ বন্ধ রাখা হবে।