চুয়াডাঙ্গা কলেজ ছাত্রলীগের উদ্যোগে নতুন শিক্ষার্থীদের প্রথম ক্লাসে বরণ

বিএনপি-জামায়াতের নৈরাজ্য বিরোধী মিছিল সমাবেশ

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা কলেজ ছাত্রলীগের আয়োজনে গতকাল সকাল ১০টার দিকে অনার্স ২০১৪-১৫ শিক্ষাবর্ষের নতুন শিক্ষার্থীদের প্রথম ক্লাসে বরণ করা হয়েছে। ফুল ও ছাত্রলীগের ক্যালেডার নতুন শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়। পরে কলেজ ক্যাস্পাস থেকে বিএনপি ও জামায়াত-শিবিরের অবৈধ হরতালের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল সমাবেশ করে।

এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে কলেজ ছাত্রলীগের সভাপতি আশিক ইকবাল স্বপন সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন- চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক। আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি রুবায়েত বিন আজাদ সুস্তির, যুগ্ম সাধারণ সম্পাদক শফি উদ্দিন টিটু, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুর রহমান, ক্রীড়া সম্পাদক ফিরোজ আলী জোয়ার্দ্দার, পাঠ্য সম্পাদক শাহাবুল হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক আকতার, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান হিমেল, স্কুল ও ছাত্রবিয়ষক সম্পাদক রাজু আহামেদ, সহসম্পাদক ফয়সাল খান, অর্থসম্পাদক রিমন, ছাত্রলীগ নেতা খালিদ মাহামুদ, টিটোন, শিমুল, লিপু, জিম, রনি, কাদের, শিমু, কলেজ ছাত্রলীগ নেতা কলিন্স, জুয়েল, আলিফ নুর, ইসরাইল, মোমিন, টোকন, রানা, মানা, নয়ন, আরিফ, সোহেল প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক।

প্রধান অতিথি বক্তব্য দিতে গিয়ে কলেজের লেখাপড়ার পরিবেশ অক্ষুণ্ণ রাখার আহ্বান জানিয়ে বলেন, দেশে বিএনপি-জামায়াত জোট নৈরাজ্য কায়েমের যে পাঁয়তারা করছে, পেট্রোলবোমা মেরে মানুষ পোড়াচ্ছে, তা প্রতিহত করতে ছাত্রলীগের সকলকে সজাগ হয়ে দেশের স্বার্থে কাজ করতে হবে।