চুয়াডাঙ্গা ও মেহেরপুরে ঈদের নামাজ যেখানে যখন

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলায় সর্বমোট ৭১১টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে চুয়াডাঙ্গা পৌর এলাকায় ৩৩, সদর উপজেলায় ২১৩, আলমডাঙ্গা উপজেলায় ২৩৯ দামুড়হুদা উপজেলায় ১২৯ ও জীবননগর উপজেলায় ৯৭টি।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় ও দ্বিতীয় জামাত সকাল ৯টায়। সদর উপজেলা পরিষদ চত্বর ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়, টেনিস মাঠে (ডিসি কোর্ট) সকাল ৮টায়, পুলিশ লাইন ময়দানে সকাল সাড়ে ৮টায়, কারাগার সংলগ্ন ময়দানে ৮টায়, ভি.জে হাইস্কুল ময়দানে সাড়ে ৮টায়, বুজরুকগড়গড়ী সিএন্ডবি ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, হাটকালুগঞ্জ পুরাতন জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে সকাল ৯টায়, কেদারগঞ্জ বেলায়েত হোসেন ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়, আদর্শ উচ্চ বিদ্যালয় ময়দানে সকাল ৮টায়, চুয়াডাঙ্গা সিনিয়র আলীয়া মাদরাসা প্রাঙ্গণে সকাল ৮টা ৪৫ মিনিটে, বুজরুকগড়গড়ী মাদরাসা প্রাঙ্গণে সকাল ৯টায়, ইসলামপাড়া গোরস্থান জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, পৌর কলেজ সংলগ্ন মাঠে সকাল ৯টায়, পলাশপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে সকাল ৮টায়, খাদেমুল ইসলাম ঈদগাহ ময়দানে সকাল সোয়া ৮টায়, বেলগাছি ঈদগাহ ময়দানে সকাল সোয়া ৮টায়, রাহেলা খাতুন বালিকা বিদ্যালয় মাঠে সকাল ৮টা ৪৫ মিনিটে, পুরাতন গোরস্থান পাড়া জামে মসজিদে প্রথম জামাত সকাল সাড়ে ৮টায়, দ্বিতীয় জামাত ৯টায়, আল হেলাল ইসলামী একাডেমি মাঠে সকাল সাড়ে ৮টায়, নুরনগর কোলনী জামে মসজিদ সংলগ্ন স্থানে সকাল সাড়ে ৮টায়, নুরনগর ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, বড় বাজার জামে মসজিদে সকাল ৮টায়, ওয়াপদা ঈদগাহ ময়দানে সকাল ৮টা ১৫ মিনিটে, বুজরুকগড়গড়ী বনানীপাড়ায় সকাল ৮টা ৪৫ মিনিটে, ভিমরুল্লাহ ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়, সাতগাড়ী ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, ৭ নং ওয়ার্ডের দিগড়ী ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়, তালতলা ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, সুমিরদিয়া আল আকসা ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, শান্তিপাড়াস্থ বায়তুস শিফা জামে মসজিদ ও ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়, মুসলিমপাড়া ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়, দৌলাতদিয়াড় সরদারপাড়া ঈদগা ময়দানে সকাল ৮টায়, বঙ্গজপাড়ায় সকাল সাড়ে ৮টায়, চুয়াডাঙ্গা ঠাকুরপুর ঈদগা ময়দানে সকাল ৮টায় এবং চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে ঈদের সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টায়।

জীবননগর ব্যুরো: জীবননগর কেন্দ্রীয় ঈদগা ময়দানে সকাল ৯টায় ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে। এখানে উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা, পৌর মেয়র জাহাঙ্গীর আলম ও থানা অফিসার ইনচার্জ এনামুল হকসহ সমাজের বিশিষ্ট ব্যক্তিরা ঈদের নামাজ আদায় করবেন। জামায়াতে ইমামতি করবেন আলিম মাদরাসার অধ্যক্ষ মাও. আব্দুল খালেক। দৌলৎগঞ্জ থানাপাড়া ঈদগাহে সকাল ৮টা ৪৫ মিনিটে, বাঁকা ঈদগা ময়দানে সকাল ৯টায়, হাসাদাহ হাইস্কুল ঈদগা ময়দানে সকাল ৮টা ৩০ মিনিটে, রায়পুর ঈদগা ময়দানে সকাল ৮টা ৩০ মিনিটে, বাড়ান্দি ঈদগা ময়দানে সকাল ৮টা ৩০ মিনিটে, আন্দুলবাড়িয়া খাজা পারেশ সাহেব ঈদগা ময়দানে সকাল ৯টায়, উথলী ঈদগা ময়দানে সকাল ৯টায়, খয়েরহুদা ঈদগা ময়দানে সকাল ৯টায়, সুবলপুর পূবপাড়া ঈদগা ময়দানে সকাল ৮টা ৪৫ মিনিটে, সুবলপুর পশ্চিমপাড়া ঈদগা ময়দানে সকাল ৮টা ৪৫ মিনিটে ও গয়েশপুর বড় ঈদগায় সকাল ৮টা ৩০ মিনিটে এবং গয়েশপুর ঈদগায় সকাল ৮টা ৪৫ মিনিটে ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে বলে খবর পাওয়া গেছে।

মেহেরপুর অফিস জানিয়েছে, গতরাতে মেহেরপুর পৌর ইমাম সমিতির সভাপতি হোটেল বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মাও. রোকনুজ্জামান জানান- ঈদের দিন সকাল সোয়া ৮টায় পৌর ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে। নামাজে ইমামতি করবেন পৌরগড় মসজিদের ইমাম মাও. আব্দুল হান্নান খান, সকাল সাড়ে ৮টায় শহরের উপকন্ঠের পুরাতন ঈদগাহ ময়দানে ঈদের দ্বিতীয় জামায়াত অনুষ্ঠিত হবে। নামাজ পাড়াবেন হোটেল বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মাও. রোকনুজ্জামান। সকাল পৌনে ৯ টায় শহরের কোর্ট মসজিদে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে। নামাজে ইমামতি করবেন ওই মসজিদের ইমাম আলহাজ আনসার উদ্দিন বেলালী। পুরুষদের ঈদের জামায়াতের পর মহিলাদের ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে পৌর ঈদগাহ ময়দানে। হাফেজ আব্দুল করিম ওই নামাজের ইমামতি করবেন বলে আশা করা যাচ্ছে। এছাড়া যথা নিয়মে শহরের শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যানে আহলে হাদিসের ঈদ জামায়াত অনুষ্ঠিত হবে। ওই নামাজে ইমামতি করবেন শহরের শাহাজীপাড়া জামে মসজিদের ইমাম মাও. খালেদ সাইফুল্লাহ।