চুয়াডাঙ্গা ও দামুড়হুদায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জন আহত

স্টাফ রিপোর্টার: দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় ৬ জন আহত হয়েছে। আহতরা হলেন- চুয়াডাঙ্গা শহরতলি কোর্টপাড়ার মীর কাশেম আলীর ছেলে জনি (৩৫) দামুড়হুদা জয়রামপুর চৌধুরীপাড়ার মৃত রহিম মালিথার ছেলে ওলি মহাম্মদ (৭৫), জীবননগর আন্দুলবাড়িয়া মাঝদিয়া উত্তরপাড়ার আসাদুলের ছেলে হিরন (১৭), উথলী সেনেরহুদার আসাদুল হকের ছেলে রকি (২৪), একই এলাকার মৃত কাশেম আলীর ছেলে চান মিয়া (২৬) ও আয়ুব আলীর ছেলে মিলন (২০)। গতকাল আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শীসূত্রে জানা গেছে, গতকাল বুধবার ভোর ৫টার দিকে রকি, চান মিয়া ও মিলন পাউয়ারটিলারে বিচুলি নিয়ে কুষ্টিয়ার ভেড়ামাড়া উদ্দেশে যাচ্ছিলো। চুয়াডাঙ্গা-দর্শনা মহাসড়কের ডুগডুগি হাটের নিকট পৌঁছুলে পেছন দিক থেকে একটি ট্রাক তাদের বিচুলি বোঝাই পাউয়ারটিলারকে ধাক্কা দিলে তারা ৩ জন আহত হয়। অপর ঘটনায়, চুয়াডাঙ্গা কোর্টপাড়ার জনি মোটরসাইকেল চালিয়ে দর্শনা থেকে চুয়াডাঙ্গা ফিরছিলেন। পথিমধ্যে জয়রামপুর দোহার পাড় নামক স্থানে পৌঁছুলে পথচারী ওলি মহাম্মদকে ধাক্কা দিলে সড়কের পাকা স্থানে আছড়ে পড়ে দুজনই আহত হয়। এদিকে আন্দুলবাড়িয়া মাঝদিয়া গ্রামের হিরন কাঁচামাল বোঝাই ট্রাকের ছাদের ওপর চড়ে ঢাকার কাওরান বাজারে যাচ্ছিলো। দশমাইল-মুচিপাড়া সড়কের মাঝামাঝি স্থানে একটি গাছের ডালের সাথে ধাক্কা লেগে নিচে পড়ে আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।