চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে বিএনপির বিক্ষোভ মিছিল

 

স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকার বকশিবাজারে বিএনপির নেতাকর্মীদের ওপর পুলিশ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গা পান্না সিনেমা হলের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সিনেমা হলের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম. জেনারেল ইসলাম। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্মআহ্বায়ক খন্দকার আব্দুল জব্বার সোনা। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির যুগ্মআহ্বায়ক মজিবুল হক মালিক মজু। উপস্থিত ছিলেন অ্যাড. এমএম শাহজাহান মুকুল, রউফুন নাহার রীনা, সিরাজুল ইসলাম মনি, আবু বক্কর সিদ্দিক আবু, আওরঙ্গজেব বেল্টু, হাজি আব্দুল খালেক, শরিফুল ইসলাম মণ্ডল, হাজি আব্দুল মান্নান, সাইফুর রশিদ ঝন্টু, আবু বক্কর সিদ্দিক বকুল, মাও. আনোয়ার হোসেন, রাজীব খান, শাহজাহান খান প্রমুখ।

ঝিনাইদহ অফিস জানিয়েছে, রাজধানীর বকশিবাজারে বিএনপির নেতাকর্মীদের ওপর পুলিশ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের শেরে বাংলা সড়ক থেকে জেলা বিএনপির সভাপতি মসিউর রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও মহিলাদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেপি বসু সড়কে জেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি মসিউর রহমান, স্থানীয় বিএনপি নেতা কে.এম.ওয়াজেদ, আক্তারুজ্জামান, জাহাঙ্গীর হোসেন, আনোয়ারুল ইসলাম বাদশা, সাজেদুর রহমান, আশরাফুল ইসলাম পিন্টু। সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি মসিউর রহমান বলেন, বিএনপির নেতাকর্মীদের ওপর অন্যায়ভাবে পুলিশ ও ছাত্রলীগ বর্বোরচিত হামলা চালায়। তিনি এ ন্যাক্কারজনক হামলার সাথে জড়িতদের শাস্তি দাবি করেন।