চুয়াডাঙ্গা আলমডাঙ্গা মেহেরপুর ও মুজিবনগর ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাবি ছাত্রলীগ নেতার হাত ও পায়ের রগ কাটার তীব্র প্রতিবাদ

 

 

মাথাভাঙ্গা ডেস্ক: চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা মেহেরপুর ও মুজিবনগরে ছাত্রলীগ বিক্ষোভ মিছিল করে। রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তুহিনের ওপর জামায়াত-শিবিরের হামলার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।

এক প্রেসবিজ্ঞপ্তিতে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ জানিয়েছে, গতকাল শনিবার বেলা ১১টার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি শরীফ হোসেন দুদুর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি কলেজ প্রাঙ্গণে সমবেত হয়ে সমাবেশ করে। বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি শরীফ হোসেন দুদু, সদর থানা ছাত্রলগের সভাপতি জুয়েল, সম্পাদক সুমন রেজা, পৌর ছাত্রলীগের সভাপতি জাবিদ, সম্পাদক সজল। বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি বিপ্লব, সাংগঠনিক সম্পাদক হানিফ, জ্যাকি, বিপ্লব, ইসমাইল, পৌর ছাত্রলীগের যুগ্মসম্পাদক মাফি, দপ্তর সম্পাদক তাপু, জর্জ রুবেল, হাসান, মন্টা, রানা, জাহাঙ্গীর, তাওরাত, হালিম প্রমুখ। তুহিনের ওপর হত্যার উদ্দেশে যে হামলা চালানো হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে জামায়াত-শিবিরের রাজনিতি নিষিদ্ধের দাবি জানান। সেই সাথে আসামিদের গ্রেফতার করার আহবান জানিয়ে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সকল ইউনিট একত্রিত হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য এক হয়ে কাজ করার আহ্বান জানান।  বিক্ষোভ সমাবেশ পরিচালনা করেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ফরিদ আহমেদ।

আলমডাঙ্গা ব্যরো জানিয়েছে, গতকাল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আলমডাঙ্গা ডিগ্রি কলেজ ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। কলেজ থেকে মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে সমাবেশে সমবেত হয়। সভাপতিত্ব করেন কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক। প্রধান অতিথি ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি সালমুন আহমেদ ডন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সভাপতি তাফসির আহমেদ লাল, উপজেলা ছাত্রলীগের সম্পাদক আলাল আহমেদ, সাবেক জেলা ছাত্রলীগের সহসভাপতি মিজানুর রহমান মিজান, সাবেক ছাত্রলীগ নেতা শাহীন, পিন্টু, পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, সম্পাদক তমাল। কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পিন্টু উপস্থাপনায় বক্তব্য রাখেন তজবী, সাংগঠনিক সম্পাদক কাজী চন্দন, কলেজ ছাত্রলীগ নেতা মিলন, মুকুট, রনি, দিগন্ত, সৈকত, আলামিন, রাজু, শরীফ, ইসানুর, পলাশ, মানিক, মামুন, রুবেল প্রমুখ।

মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে গতকাল শনিবার মেহেরপুর সরকারি কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক কুদরত-ই খোদা রুবেলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে শহীদ রেজাউল চত্বরে এক প্রতিবাদসভার আয়োজন করা হয়। সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম লিজন। বক্তব্য রাখেন শহর ছাত্রলীগের সভাপতি মাফিজুর রহমান পোলেন, সাধারণ সম্পাদক ফেরদৌস শোভন, সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুদরত-ই খোদা রুবেল, সদর উপজেলা সভাপতি রাকিবুল ইসলাম প্রমুখ।

মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুহিনকে হত্যার উদ্দেশে তার হাত পায়ের রগ কেটে দেয়ার প্রতিবাদে মুজিবনগর ছাত্রলীগের উদ্যোগে গতকাল শনিবার বিকেলে মুজিবনগর কেদারগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। মুজিবনগর উপজেলা ছাত্রলীগের সভাপতির নেতৃতে বিক্ষোভ মিছিলটি কেদারগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কেদারগঞ্জ বাজারের যাত্রী ছাউনী প্রাঙ্গণে এক পথসভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি রোকনুজ্জামান রোকন। প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চ্যেয়ারম্যান যুবলীগ সভাপতি কামরুল হাসান চাঁদু। বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ কর্মচারী সংহতি পরিষদের আব্দুস সালাম, জেলা ছাত্রলীগের সম্পাদক বারিকুল ইসলাম লিজন, মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি তৌহিদ, মুজিবনগর উপজেলা ছাত্রলীগের সম্পাদক আসিফ ইকবাল বিদ্যুত প্রমুখ।