চুয়াডাঙ্গায় সড়ক যোগাযোগ স্বাভাবিক

 

 

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় সড়ক যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়েছে। গতপরশু শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে পরিবহন শ্রমিক ইউনিয়ন অনিদির্ষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করে নেয়। ব্যাটারিচালিত ইজিবাইক মালিক চালকরাও তাদের তিন চাকার অটো রাস্তায় বের করেন।

জানা গেছে, বৈঠকে সিদ্ধান্ত হয়, চুয়াডাঙ্গার প্রধান প্রধান সড়কগুলোতে শ্যালোইঞ্জিন চালিত অবৈধযান চলাচল করবে না। প্রধান সড়ক বাদে উপসড়কগুলোতে চলাচল করবে। ব্যাটারিচালিত ইজিবাইক চুয়াডাঙ্গা পৌরসভার মধ্যেই মূলত চলাচল করবে। তবে কিছুটা পরিধি বাড়িয়ে বলা হয়েছে, এক সপ্তার মধ্যে পৌর এলাকার সকল ইজিবাইকের পৌর রেজিস্ট্রেশন নিতে হবে। রেজিস্ট্রেশনবিহীন অটো চলাচল করতে দেয়া হবে না। চালকদেরও প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেয়া হয়েছে। পৌর এলাকার বাইরের ইজিবাইকগুলোকেও রেজিস্ট্রেশন নেয়ার জন্য বলা হয়েছে। তবে সেগুলোও প্রধান প্রধান সড়কে চলাচল করতে পারবে না।

ব্যাটারিচালিত তিন চাকার ইজিবাইক মালিক শ্রমিক সমিতির সাথে পরিবহন শ্রমিকদের বিরোধ দীর্ঘদিনের। ইজিবাইক মালিক শ্রমিক ও পরিবহন শ্রমিকসহ পুলিশের ত্রিমুখি সংঘর্ষের পর পাল্টাপাল্টি কর্মসূচিতে চুয়াডাঙ্গার সড়ক যোগাযোগ অচল হয়ে পড়ে। গত ১০ জুন থেকে চরম দুর্ভোগের শিকার হতে হয় যাত্রী সাধারণকে। এরই এক পর্যায়ে গতপরশু শুক্রবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বৈঠক আহ্বান করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন। উপস্থিত ছিলেন পুলিশ সুপার রশীদুল হাসান, পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনসহ উভয়পক্ষের নেতৃবৃন্দ। দীর্ঘ সময় ধরে আলোচনার পর ধর্মঘট প্রত্যাহারের মধ্যদিয়ে সড়কে নেমে আসে স্বস্তি।