চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত : আহত ৩

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কে চুয়াডাঙ্গা পৌর এলাকার ঘোড়ামারা ব্রিজের নিকট গতকাল বুধবার সকালে আলমসাধু ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মজনুর রহমান (৪০) নামে এক গরু ব্যবসায়ী নিহত এবং আলমসাধু চালকসহ তিনজন আহত হয়েছেন। আহতদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত মজনুর রহমান কুষ্টিয়ার ইবি থানার বৃত্তিপাড়া গ্রামের চতুর আলী শেখের ছেলে। আহতরা হলেন, একই গ্রামের বাসিন্দা আলমসাধু চালক সাহেব আলী (৩৩) এবং গরু ব্যবসায়ী মহির উদ্দিন (৩৫) ও হামিদুল ইসলাম (৩২)।

আহত হামিদুল জানান, বুধবার ভোররাতে বৃত্তিপাড়া থেকে আলমসাধুযোগে মেহেরপুরের মুজিবনগরে গরু কিনতে যাচ্ছিলেন। আলমসাধুটি সকাল সাড়ে ৬টার দিকে চুয়াডাঙ্গার ঘোড়ামারা ব্রিজের কাছে পৌঁছুলে বিপরীতমুখি একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর মাইক্রোবাসসহ চালক পালিয়ে যায়।       সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল কবীর চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত না করার দাবি জানালে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয় ।