চুয়াডাঙ্গায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৮৪ জন শিক্ষক হিসেবে কে কোথায় নিয়োগ পেলেন

রফিকুল ইসলাম: চুয়াডাঙ্গায় সরকারি বিদ্যালয়ে প্রাক-প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে ৮৪ জন শিক্ষক-শিক্ষিকার নিয়োগপত্র পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার ডাকযোগে এ নিয়োগপত্র পাঠানো হয়। আগ্রহীদের আগামী ৯ ফেব্রুয়ারি জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে যোগদানের অনুমতিপত্র নিতে বলা হয়েছে। সহকারী শিক্ষক পদে ২০ জন পুরুষ এবং ৬৪ জন নারীকে নিয়োগপত্র দেয়া হয়েছে। জাতীয় বেতনস্কেল ২০০৯ অনুসারে ৫ হাজার ২০০ টাকা থেকে শুরু হয়ে ধাপে ধাপে ১১ হাজার ২৩৫ টাকা বেতন হবে। গত ২৮ আগস্ট চুয়াডাঙ্গা জেলায় ৮ হাজার ১১৫ জন পরীক্ষার্থী সহকারী শিক্ষক পদে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে গত ডিসেম্বরের প্রথম সপ্তাহে ২৪৩ জন মৌখিক পরীক্ষায় অংশ নিয়ে ৮৪ জন নিয়োগ লাভ করেন। চুয়াডাঙ্গা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রমেন্দ্র নাথ পোদ্দার জানান,‘ নিয়োগ প্রাপ্তদের নির্ধারিত সময়ের মধ্যে যোগদান করতে হবে। অন্যথায় নিয়োগ আদেশ বাতিল বলে গণ্য হবে।’ নিম্নে কোন উপজেলার কারা কোন কোন বিদ্যালয়ে নিয়োগ পেলেন তা বিস্তারিত দেয়া হলো।
চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বোয়ালিয়ার আজিজুল হকের মেয়ে জান্নাতুল ফিরদাউস ছয়ঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, হাজরাহাটি গ্রামের হাসেম আলীর মেয়ে রোজিনা খাতুন হিজলগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, তালতলা গ্রামের নুর ইসলামের মেয়ে শাহানারা খাতুন চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, বোয়ালমারী গ্রামের আনিসুর রহমানের মেয়ে মারিয়া সুলতানা পীতম্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, গড়াইটুপি গ্রামের সুলতান আহমেদের ছেলে মোস্তাফিজুর রহমান গহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, সড়াবাড়িয়া গ্রামের আব্দুল আলীমের মেয়ে ফারহানা ইয়াসমিন দীননাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, মোমিনপুর গ্রামের আল মামুনের স্ত্রী মনিরা পারভীন শঙ্করচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, চুয়াডাঙ্গা সবুজপাড়ার নাজির হোসেনের মেয়ে নাহিদ আক্তার কুলচারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, গুলশানপাড়ার এখলাছুর রহমানের মেয়ে খাদিজা নাসরিন বোয়ালমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ছয়ঘরিয়া গ্রামের আয়ুব আলীর মেয়ে পাপিয়া খাতুন আলিয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, বহালগাছি গ্রামের নজরুল ইসলামের মেয়ে নাজনীন নাহার শম্ভুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, গাড়াবাড়িয়া গ্রামের আবু তালেবের মেয়ে ময়না খাতুন কাথুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, চুয়াডাঙ্গা শান্তিপাড়ার জাহের আলী ছেলে আরিফ আহমেদ মাখালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, চুয়াডাঙ্গা মহিলা কলেজপাড়া লিচুতলার রফিউর রহমানের মেয়ে রেশমা শাহীন বাটিকাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, শেখপাড়ার আজিম উদ্দিনের ছেলে মোখলেছুর রহমান বেগমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, কুতুবপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে আজিমুল হক তিতুদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, হাজরাহাটি গ্রামের হাফিজুর রহমানের ছেলে হাবিবুর রহমান গিরীশনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ডিঙ্গেদাহ গ্রামের মৃত মঈনুদ্দিনের মেয়ে শারমিন আক্তার খেজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও খেজুরা গ্রামের ওহিদুল মোল্লার মেয়ে রুমকী আক্তার কুশোডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
আলমডাঙ্গা উপজেলার আলমডাঙ্গা পুরাতন বাজারপাড়ার রাম কুমার সাহার স্ত্রী মুক্তি রানী সাহা ডামোশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, যাদবপুর গ্রামের আশরাফুল হকের মেয়ে নাসরিন সুলতানা কুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, হাটবোয়ালিয়া গ্রামের নাছির উদ্দিনের মেয়ে আফিয়া সুলতানা গৌরীহ্রদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, শ্রীরামপুর গ্রামের নাসির উদ্দিনের মেয়ে আসমা খাতুন কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ভোদুয়া গ্রামের হাবিবুর রহমানের মেয়ে কামরুন নাহার রিয়া জামজামি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ঘোলদাড়ি পাইকপাড়া গ্রামের আকবার আলীর ছেলে ফারুক হোসেন চিলাভালকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, কালিদাসপুর গ্রামের গোলাম রহমানের মেয়ে শাহীমা আক্তার মাজু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, খাসকররা গ্রামের আমজাদ আলীর ছেলে রফিকুল ইসলাম হাকিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ভাংবাড়ীয়া গ্রামের গোলাম মোস্তফার মেয়ে সোভিয়া সুলতানা কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, আলমডাঙ্গা কলেজপাড়ার মৃত মতিয়ার রহমানের ছেলে আবু মুহাম্মদ নাজমুর রহমান এরশাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ভাংবাড়ীয়া গ্রামের মৃত শুকুর আলীর ছেলে আরশাদ আলী নওদা পাঁচলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, আলমডাঙ্গা গোবিন্দপুর গ্রামের আশরাফুল হকের স্ত্রী নাসরিন সুলতানা পারদুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, মাদারহুদা গ্রামের আব্দুর শুকুরের ছেলে নাদিম আহমেদ গোয়ালবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ডাউকি গ্রামের হায়দার আলীর ছেলে কাজল আহামেদ বেলগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, বামানগর গ্রামের হাসিবুল ইসলামের স্ত্রী শেফালী খাতুন গোপালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, বগাদী গ্রামের মতিয়ার রহমানের মেয়ে আল্পনা খাতুন ফুলবগাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ভোদুয়া গ্রামের আব্দুল লতিফের মেয়ে জান্নতুত তাসনীম উদয়ন বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, কেশবপুর গ্রামের লাল মোহাম্মদ জোয়ার্দ্দারের মেয়ে সোহানা মুস্তারী ওসমানপুর প্রাগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ভোদুয়া গ্রামের মোস্তফা কামালের মেয়ে নাজমা আক্তার পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, কয়রাডাঙ্গা গ্রামের সিদ্দিকুর রহমানের মেয়ে শিরিন সিদ্দিকা আলিয়াটনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ভেদামারী গ্রামের আতিয়ার রহমানের মেয়ে রুপিয়া খাতুন চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, মাজহাদ গ্রামের আব্দুল মজিদের মেয়ে লতা খাতুন রংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, পাঁচকমলাপুর গ্রামের এনামুল হকের স্ত্রী ফাতেমা খাতুন রংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
দামুড়হুদা উপজেলার দলিয়ারপুর গ্রামের আব্দুল মান্নানের মেয়ে লিমা খাতুন ছুটিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, রঘুনাথপুর গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে সাবরিনা আক্তার গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, জাহাজপোতা গ্রামের আশরাফ আলীর মেয়ে লাভলী খাতুন বয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ঠাকুরপুর গ্রামের খাজের আহমেদের মেয়ে কাজল রেখা কার্পাসডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, রামনগর গ্রামের সাদ্দাম আলীর স্ত্রী সালেহা খাতুন গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, পীরপুরকুল্লা গ্রামের নজির আহম্মেদের ছেলে জাহিদুল ইসলাম ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, হোগলডাঙ্গা গ্রামের শাহাজান আলী মেয়ে রুনা আক্তার হোগলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, সাড়াবাড়িয়া গ্রামের মহিউদ্দিনের মেয়ে শারমিন আক্তার কাস্টম কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, হাতিভাঙ্গা গ্রামের আছির উদ্দিনের মেয়ে জেসমিন খাতুন ছাতিয়ানতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, হোগলডাঙ্গা গ্রামের আশরাফুল হকের মেয়ে লিপিয়া খাতুন কুনিয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, মদনা গ্রামের নুহু নবীর মেয়ে ফাতিমা খাতুন জিরাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, বিষ্ণুপুর গ্রামের আবুল কাশেমের মেয়ে রোকেয়া খাতুন হেমায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, দর্শনা আনোয়ারপুর কেরুজ হাসপাতালপাড়ার শাহাবুদ্দিনের মেয়ে নিশিতা আহমেদ ছয়ঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, দামুড়হুদার মজিবর রহমানের ছেলে মেহেদী হাসান রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, নতিপোতা গ্রামের আলী মুদ্দিনের ছেলে মিজানুর রহমান বাস্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ঈশ্বরচন্দ্রপুর গ্রামের হাফিজুর রহমানের মেয়ে জিন্নাতুল আরা পশ্চিম রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, গোপালপুর গ্রামের আবুল কাসেমের মেয়ে সুরভী খাতুন দক্ষিণ হোগলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, দশমী গ্রামের মফিজুর রহমানের মেয়ে মাকসুদা সুলতানা পাটাচোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, লক্ষ্মীপুর গ্রামের হাসমত আলীর ছেলে আশরাফ আলী কুড়ুলগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, একই গ্রামের সেলিম উদ্দিনের মেয়ে সাদিয়া আফরোজ পূর্ব রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, আরামডাঙ্গা গ্রামের বিল্লাহ হোসেনের ছেলে জহিরুল হক ধান্যঘরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, ইব্রাহিমপুর গ্রামের ইউনুস আলীর মেয়ে স্বপ্না খাতুন বাঘাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, বুইচিতলা গ্রামের আরাফাত আলীর ছেলে আশরাফুল আজাদ বুইচিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
জীবননগর উপজেলার কুলতলা গ্রামের আব্দুল মালেকের ছেলে আল ইমরান মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, খয়েরহুদা গ্রামের মৃত রমজান আলীর ছেলে ইনতাজুল হক করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, জীবননগর বসতিপাড়ার আবুল কাশেমের মেয়ে সাদিয়া আফরোজ দিবা সুবলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, নারায়ণপুর গ্রামের আরিফ উদ্দিনের স্ত্রী সাবিনা ইয়াসমনি যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, উথলী গ্রামের আব্বাস আলীর মেয়ে আফসানা রেজোয়ানা সিংনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, কাশিপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে মোস্তফা কামাল ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, বাজদিয়া গ্রামের আব্দুর রশিদের মেয়ে শাহানাজ পারভীন মারুফদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, মনোহরপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের মেয়ে মাহাবুবা খাতুন সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, পুরাতন চাকলা গ্রামের মাহাম্মদ আলীর মেয়ে রোকসানা আক্তার মিনা পূর্ব চাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, মিনাজপুর গ্রামের আমিনুল ইসলামের মেয়ে লিনা আফরোজ আঁখি মিনাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, জীবননগর পোস্ট অফিসপাড়ার মোজাম্মেল হকের মেয়ে কানিজ ফাতেমা করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, বাঁকা মাঠপাড়ার আব্দুল লতিফের মেয়ে রুনা খাতুন কুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, একই গ্রামের সামসুল হকের মেয়ে সুমি খাতুন কয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, কন্দর্পপুর গ্রামের মসলেম সরদারের ছেলে নাজিম উদ্দীন হাসাদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, কাজিপাড়া ৬ নং ওয়ার্ডের আবুল কাশেমের মেয়ে সোমাইয়া খাতুন তেঁতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, কয়া গ্রামের হাজি আলাউদ্দীনের মেয়ে ফাতিমা খাতুন পাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, জীবননগর শাপলা কলিপাড়ার আরেফিন মিয়ার স্ত্রী নাহিদ আক্তার ফারজানা বেনীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, পাঁকা গ্রামের আব্দুল মমিনের মেয়ে রওশোনারা খাতুন বকুণ্ডিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও কৃষ্ণপুর গ্রামের মুজিবুর রহমানের মেয়ে জুলেখা খাতুন রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পেয়েছেন।