চুয়াডাঙ্গায় শিল্পপতি মোজাম্মেল হকের আত্মার মাগফেরাত কামনায় দোয়া

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় শিল্পপতি মরহুম হাজি মো. মোজাম্মেল হকের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার শহরের মুক্তিপাড়ার ইমার্জেন্সি রোডের নিজ বাড়িতে বাদ আছর এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন স্থানীয় বড়বাজার জামে মসজিদের পেশ ইমাম জুনাইদ আল হাবিবি। এ সময় মরহুম হাজি মো. মোজাম্মেল হকের বড় ছেলে রফিকুল হক মুন্নু, মেজ ছেলে মাহবুবুল হক তাল্লু, ছোট ছেলে আতিকুল হক মিথুনসহ আত্মীয়স্বজন, জেলা বিএনপির আহ্বায়ক অহিদুল ইসলাম বিশ্বাস, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি হাজি জহুরুল ইসলাম জোয়ার্দ্দার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার সোনা ও মজিবুল হক মজু, চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্সের সভাপতি ইয়াকুব হোসেন মালিক, জাসদ নেতা মো. তৌহিদ হোসেন, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন হেলা, জেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফ উর জামান সিজার, যুগ্ম আহ্বায়ক এমএ তালহা ও শিপলু, দামুড়হুদা উপজেলা নেতা হাসনাত, লিয়াকত আলী শাহ, রফিকুল ইসলাম তনু, মোহাম্মদ আলী শাহ মিন্টু, জহুল ইসলাম, মোকারম হোসেন, আবদুল আজিজ, হাজি খন্দকার মনির শওকত, এনামুল হক শাহ মুকুল, হাবিবুর রহমান বুলেট, চঞ্চল, জীবননগর উপজেলা বিএনপি নেতা হাজি নওয়াব আলী, সাইদুর রহমান ধন্দু, শাহাজান আলী, মাহাতাব আলী, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. সেলিম উদ্দিন খান, চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম সাহান, অবসরপ্রাপ্ত যুগ্মসচিব ড. এমএ সবুর ও তিতুদহ ইউনিয়ন বিএনপি নেতা মিলন হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাবেক সভাপতি বঙ্গজ-তাল্লু গ্রুপের প্রতিষ্ঠাতা হাজি মো. মোজাম্মেল হক ইন্তেকাল করেন। তিনি চুয়াডাঙ্গা-২ আসনের তিনবার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। গত ৬ সেপ্টেম্বর স্থানীয় টাউন ফুটবল মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে জান্নাতুল মাওলা কবরস্থানে দাফন সম্পন্ন হয়।