চুয়াডাঙ্গায় যখন যেখানে ঈদের জামাত

 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চুয়াডাঙ্গা প্রশাসন, পৌরসভা এবারও অভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে- সূর্যোদয়ের সাথে সাথে সরকারি ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন, শহরের উল্লেখযোগ্য স্থান ও ঈদগা ময়দানের প্রবেশদ্বারে কালেমা তায়্যিবা ও ঈদ মোবারক খচিত পতাকা দ্বারা সজ্জিতকরণ। হাসপাতাল, শিশুসদন, অন্ধস্কুল ও কারাগারে উন্নতমানের খাবার পরিবেশন।

চুয়াডাঙ্গা কেন্দ্রীয় ঈদগা ময়দানে দুটি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল সাড়ে ৮টা ও দ্বিতীয় জামাত সকাল ৯টায়। পুলিশ লাইন ময়দানে সকাল সাড়ে ৮টায়, কারাগার সংলগ্ন ময়দানে সকাল ৮টায়, ভি.জে স্কুলমাঠ (চাঁদমারী মাঠ) সকাল ৮টায়, বৃষ্টি হলে টেনিসমাঠে সকাল সাড়ে ৮টায় ঈদের নামাজের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এছাড়া ভি.জে স্কুল প্রাঙ্গণে সকাল সাড়ে ৮টায়, বুজরুকগড়গড়ি সিঅ্যান্ডবি ঈদগা ময়দানে সকাল সাড়ে ৮টায়, হাটকালুগঞ্জ পুরাতন জামে মসজিদ সংলগ্ন ঈদগা ময়দানে সকল ৯টায়, কেদারগঞ্জ বেলায়েত হোসেন ঈদগা ময়দানে সকাল সাড়ে ৮টায়, আদর্শ উচ্চ বিদ্যালয় ময়দানে সকাল পৌনে ৯টায়, চুয়াডাঙ্গা সিনিয়র আলিয়া মাদরাসা প্রাঙ্গণে পৌনে ৯টায়, বুজরুকগড়গড়ি মাদরাসা প্রাঙ্গণে সকাল ৯টায়, ইসলামপাড়া গোরস্তান জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়, চুয়াডাঙ্গা পৌর কলেজ সংলগ্ন ঈদগা ময়দানে সকাল ৯টায়, পলাশপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে সকাল সাড়ে ৮টায়, খাদেমুল ইসলাম ঈদগা ময়দানে সকাল পৌনে ৯টায়, বেলগাছি ঈদগা ময়দনে সকাল ৯টায়, পুরাতন গোরস্তানপাড়া জামে মসজিদে দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল সাড়ে ৮টায় ও দ্বিতীয় জামাত সকাল ৯টায়। আল হেলাল ইসলামি একাডেমী মাঠে সকাল ৯টায়, নূরনগর কলোনি জামে মসজিদ সংলগ্ন সকাল ৯টায়, বড়বাজার মসজিদে সকাল পৌনে ৯টায়, ওয়াপদা ঈদগা ময়দানে সকাল সোয়া ৮টায়, বুজরুকগড়গড়ি বনানীপাড়ায় পৌনে ৯টায়, ভিমরুল্লাহ ঈদগা ময়দানে সকাল সাড়ে ৮টায়, সাতগাড়ি ঈদগা ময়দানে সকাল ৯টায়, দিঘড়ি ঈদগা ময়দানে সকাল সাড়ে ৮টায়, তালতলা ঈদগা ময়দানে সকাল সাড়ে ৮টায়, সুমিরদিয়া আল-আকসা ঈদগা ময়দানে সকাল ৮টায় ও চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে সকাল ১০টায় পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাতের সময় নির্ধারণ করা হয়েছে।

জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগর উপজেলা কেন্দ্রীয় ঈদগাময়দানে সকাল ৯টা ৩০ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এখানে রাজনৈতিক দলের নেতৃবর্গ, জনপ্রতিনিধি ও সুধীজনসহ জীবননগর শহরবাসী ঈদের নামাজ আদায় করবেন। দ্বিতীয় বৃহত্তম ঈদের জামাত অনুষ্ঠিত হবে দৌলৎগঞ্জ থানা ঈদগা ময়দানে সকাল ৯টা ১৫ মিনিটে। উথলী ঈদগা ময়দানে সকাল ৯টায়, আন্দুলবাড়িয়া খাজা পারেশ সাহেব ঈদগা ময়দানে সকাল ৯টায়, রায়পুর ইউনিয়নের বাড়ান্দি ঈদগা ময়দানে সকাল ৮টা ৩০ মিনিটে, হাসাদাহ হাইস্কুল ঈদগা ময়দানে সকাল ৯টায়, মাধবপুর ঈদগা মাঠে সকাল সাড়ে ৮টায়, বাঁকা ঈদগা ময়দানে সকাল ৯টা ৩০ মিনিটে, মিনাজপুর স্কুল ঈদগা ময়দানে সকাল ৯টায়, মথুরা কৃষিফার্মে সকাল ৯টায়, হরিপুরে সকাল ৮টা ৩০ মিনিটে ঈদের প্রধান প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এছাড়াও উপজেলার উথলী, আন্দুলবাড়িয়া, রায়পুর, হাসাদাহ, বাঁকা ও সীমান্ত ইউনিয়নসহ জীবননগর পৌরসভায় অবস্থিত ঈদগা ময়দানগুলোতে সকাল ৮টা ৩০ মিনিট থেকে ৯টা ৩০ মিনিটের মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে খবর পাওয়া গেছে।