চুয়াডাঙ্গায় ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় আকস্মিক ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত দুটি খাবার হোটেল, দুই টুপি বিক্রেতা, দু ফল ব্যবসায়ী ও একটি ফাস্টফুডের দোকানে অভিযান চালান। এদের কাছ থেকে মোট ৮ হাজার টাকা জরিমানা করেন আদালত। রতন ফুড ছাড়া ফুটপাতে দোকান বসিয়ে যানজট ও জনদুর্ভোগ সৃষ্টির অপরাধে অন্যদের এ জরিমানা করা হয়।

সূত্র জানায়, গতকাল শনিবার বিকেলে চুয়াডাঙ্গার নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার সাদাতের নেতৃত্বে জেলা শহরের বড়বাজার এলাকায় শিমরান হোটেল ও আল আমিন হোটেলে অভিযান চালিয়ে এক হাজার টাকা করে জরিমানা করেন। হোটেলের সামনের ফুটপাত দখল করে ইফতারি সামগ্রী বিক্রির দায়ে তাদের এ জরিমানা করা হয়। একই অপরাধে ফুটপাতে টুপি বিক্রির দায়ে দুজনের কাছ থেকে ৫শ টাকা করে জরিমানা আদায় করা হয়। এ ছাড়া নিউ মাকের্টের গেটের পাশে ও অগ্রণী ব্যাংকের সামনে ভ্রাম্যমাণ দু ফলব্যবসায়ীকে এক হাজার টাকা করে জরিমানা করেন আদালত। এ ছাড়া নিউ মার্কেটের গেট সংলগ্ন রতন ফুডে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এখানে অনুমোদনহীন প্যাকেটে নকল লাচ্ছি সেমাই বিক্রির অপরাধে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা সদর থানার এসআই মোস্তাফিজুর রহমান।

এদিকে অনেকেই ক্ষোভের সাথে অভিযোগ করে বলেছেন, যারা চুয়াডাঙ্গা শহরের প্রধান প্রধান সড়কের ওপর কাঁচা-পাকা দোকান বসিয়ে স্থায়ীভাবে ব্যবসা করছে, তাদের দিকে প্রশাসনের নজর নেই।