চুয়াডাঙ্গায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ম্যরাথন দৌড় প্রতিযোগিতা

সরোজগঞ্জকে পেছনে ফেলে দামুড়হুদা জয়রামপুরের সজলের শ্রেষ্ঠত্ব অর্জন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ম্যরাথন দৌঁড় প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে ও চুয়াডাঙ্গা পৌরসভার ব্যবস্থাপনায় গতকাল শনিবার সকাল ৬টা ৪৯ মিনিটে প্রতিবারের ন্যায় দামুড়হুদার দর্শনা রেলগেট থেকে দুরপাল্লার ওই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতা শুরুর আগে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রাজ্জাক প্রতিযোগিদের হাতে গেঞ্জি ও অতিথিদের চুয়াডাঙ্গা পৌরসভার সৌজন্যে ক্যাপ তুলে দেন। পরে সংক্ষিপ্ত আলোচনা শেষে প্রধান অতিথি বাঁশি বাজিয়ে ম্যারাথন দৌঁড় প্রতিযোগীতা শুরু করেন। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন হাউলী ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টু। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা-আইসিটি) মো. জসীম উদ্দীন, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হাসান, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াশীমুল বারী, চুয়াডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র একারামুল হক মুক্তা, এনডিসি সুচিত্র রঞ্জন দাস, নির্বাহী ম্যাজিস্ট্রেট সিব্বির আহম্মেদসহ চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্যগণ। ম্যারথন দৌঁড় প্রতিযোগিতা শুরু হয়ে ১৭ কিলোমিটার পথ পাড়ি দিয়ে চুয়াডাঙ্গা জেলা শহরের শহীদ হাসান চত্বর মোড় হয়ে কবরী রোড দিয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। প্রতিযোগিতায় সকলকে পেছনে ফেলে ১ঘন্টা ১৪ মিনিট ৪০ সেকেন্ড সময় নিয়ে প্রথম স্থান অধিকার করেন দামুড়হুদা জয়রামপুরের তোফাজ্জেল হোসেন ও নাসিমা খাতুনের ছেলে সজল ইসলাম। দীর্ঘদিন পর সরোজগঞ্জ এলাকাকে পেছনে ফেলে দামুড়হুদার জয়রামপুরের সজলের শ্রেষ্ঠত্ব অর্জন করলো। তবে দ্বিতীয় স্থান থেকে ৫ম স্থান পর্যন্ত ছিলো সরোজগঞ্জ এলাকার দখলে। ১ঘন্টা ১৬মিনিট সময় নিয়ে সরোজগঞ্জ নতুন ভান্ডারদহের মহিরউদ্দিন ও শাহারা বানুর ছেলে সবুজ ২য়, ১ ঘন্টা ২৪ মিনিট সময় নিয়ে তিতুদহের আক্কাস আলী ও শেফালী খাতুনের ছেলে বিপুল হোসেন ৩য়, ১ঘন্টা ২৭ মিনিট সময় নিয়ে বোয়ালিয়া গ্রামের আ: বারেক ও রাহেলা খাতুনের ছেলে ৪র্থ এবং ১ ঘন্টা ২৯ মিনিট সময় নিয়ে সরোজগঞ্জের বিশারত আলী ও রাহিমা খাতুনের ছেলে আ. রহিম ৫ম স্থান দখল করেন।
উল্লেখ্য, এ বছর প্রতিযোগিতায় ১৬ প্রতিযোগী ম্যারাথন দৌঁড়ে অংশগ্রহণ করেন। গতবারের তুলনায় এ বছর প্রতিযোগীর সংখ্যা ৩ ভাগের ১ ভাগে নেমে এসেছে।