চুয়াডাঙ্গায় মতবিনিময়কালে দুদক পরিচালক আ.ম আরিফ সিদ্দিকী দুর্নীতির লাগাম টেনে ধরতে তরুণ প্রজন্মকে সচেতন করতে হবে

 

স্টাফ রিপোর্টার: দুর্নীতি আমরা এখই পুরোপুরি বন্ধ করতে পারবো না। তবে দুর্নীতির লাগাম আমরা টেনে ধরতে পারি। আর এজন্য প্রয়োজন তরুণ প্রজন্মকে সচেতন করা। গতকাল বৃহস্পতিবার বিকেলে চুয়াডাঙ্গা জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের সাথে মতবিনিময়কালে দুর্নীতি দমন কমিশনের খুলনা বিভাগীয় পরিচালক আবু মোহাম্মদ আরিফ সিদ্দিকী প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেছেন।

চুয়াডাঙ্গা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি কার্যালয়ে কমিটির জেলা সভাপতি সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি দুদক পরিচালক আবু মোহাম্মদ আরিফ সিদ্দিকী আরো বলেন, এ দেশে দুর্নীতি এক দিনে সৃষ্টি হয়নি। আস্তে আস্তে এটি আমাদেরকে গ্রাস করেছে। ইচ্ছা করলেই এখনই আমরা দেশকে দুর্নীতি মুক্ত করতে পারবো না। এটিকে বিদায় করতে ক্রমান্বয়ে আমাদেরকের চেষ্টা চালিয়ে যেতে হবে। চেষ্টা চালিয়ে গেলে সফলতা একদিন অবশ্যই আসবে বলেই আমার বিশ্বাস । এ দেশ দুর্নীতি মুক্ত হবে।

সভায় বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের কুষ্টিয়া সমন্বিত কার্যালয়ে উপপরিচালক আব্দুল গাফফার ও সহকারী পরিচালক মঈনুল হাসান রওশনী। বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রেবেকা সুলতানা, কোষাধ্যক্ষ রাশিদা হাসনু আরা, জেলা কমিটির সদস্য প্রকৌশলী টিপু সুলতান, নুঝাত পারভীন, অধ্যক্ষ মাহবুল আলম সেলিম, জীবননগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মুন্সী মাহবুবুর রহমান বাবু, দামুড়হুদা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল গফুর, সাধারণ সম্পাদক অধ্যক্ষ কামাল উদ্দিন ও আলমডাঙ্গা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আলী আসগর।