চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় তুহিন ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১২টার দিকে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গা নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার সাদাত।

আদালতসূত্রে জানাগেছে, চুয়াডাঙ্গার সদর হাসপাতাল রোডে তুহিন ফার্মেসিতে অভিযান চালানো হয়। এ সময় তার দোকান থেকে কিছু সংখ্যক বিদেশি ও অবৈধ ওষুধ উদ্ধার করা হয়। তুহিন ফার্মেসির স্বত্বাধিকারী নাজমুন নকিব তুহিনের কছ থেকে দু হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ওষুধগুলো কোনো ড্রাগ লাইসেন্স না থাকা এবং কোনো প্রকার মেয়াদকাল না থাকার কারণে তা বাজেয়াপ্ত করা হয়। ওষুধ আইনের ১৯৪০/১৮ এর (ক) ধারায় বিদেশি ও লাইসেন্সবিহীন ওষুধ বাজেয়াপ্ত করা হয়।সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা ড্রাগ সুপার এসএম সুলতানুল আরেফিন, আনসার ব্যাটালিয়নের একটি টিম এবং বেঞ্চ সহকারী নাজমুল হোসাইন।এদিকে তুহিন জানান, অবৈধ যে সকল ওষুধ আছে সেগুলো ইসলামী হাসপাতালের ইউনানীচিকিৎসক মিজানুর রহমানের।