চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : জারিমানা

বদরগঞ্জ প্রতিনিধি/সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। গতকাল বৃহস্পতিবার এ অভিযান চালানো হয়। এ সময় দুই প্রতিষ্ঠানে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট টুকটুক তালুকদারের নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ভ্রাম্যমাণ আদালত সরোজগঞ্জ ও বদগঞ্জে অভিযান পরিচালনা করেন। এ সময় সরোজগঞ্জের ফরিদ হোটেলে অপরিষ্কার ও নোংরা পরিবেশে খাবার প্রস্তুত করার জন্য হোটেল মালিককে ৫ হাজার টাকা ও দ্রব্যমূল্যের তালিকা না টানানোর জন্য বদরগঞ্জের হাবিবা স্টোরের মালিককে ২ হাজার টাকা জরিমানা করা হয়। দুই ব্যববসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ৫৩ ধারায় জরিমানা করা হয়।