চুয়াডাঙ্গায় বিস্ফোরক মামলায় ছাত্রলীগের ৬ নেতার জামিন নামঞ্জুর : কারাগারে প্রেরণ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় বিস্ফোরক মামলায় পৌর ছাত্রলীগের ১১ আসামির মধ্যে ৬ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ও ৫ আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গার সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক শেখ মোহা. আমীনুল ইসলাম এ আদেশ দেন। কারগারে যাওয়া আসামিরা হলেন- জাহিদ, রুবেল, তাপু, তাওরাত, ওয়াসিম ও মাফি। জামিনপ্রাপ্ত আসামিরা হলেন- জ্যাকি, জনি, জাহাঙ্গীর, ডেভিড ও সজল। এরা সবাই ছাত্রলীগের স্থানীয় পৌর কমিটির নেতা।

মামলার বিবরণে জানা গেছে, গত ২৩ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গা শহরের মাস্টারপাড়ায় ছাত্রলীগ নেতা হিমেলের বাড়িতে জেলা ছাত্রলীগের সভাপতি শরীফ হোসেন দুদুর সমর্থকরা বোমা হামলা করে। এ ঘটনায় হিমেলের পিতা তালেবুর রহমান বাদী হয়ে ১৫ জন ছাত্রলীগের নেতাকর্মীকে আসামি করে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করেন। পরে আসামিরা হাইকোর্ট থেকে ৮ সপ্তার অন্তঃবর্তীকালীন জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় গতকাল মঙ্গলবার আসামিরা সিনিয়র জুডিসিয়াল  ম্যাজিস্ট্রেট আমলি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। বিচারক শেখ মোহা. আমীনুল ইসলাম ১৪৩/৩৭৯/৩৮০ দণ্ডবিধিসহ বিস্ফোরক মামলার ৩ ধারায় ১১ জন আসামির মধ্যে ৬ জনের জামিন নামঞ্জুরের আদেশ দেন। পরে তাদের জেলা কারাগারে প্রেরণ করা হয়। আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী সমিতির সভাপতি শাহজাহান মুকুল, এসএম ইমদাদ হোসেন, শফিকুল ইসলাম ও তসলিম উদ্দিন ফিরোজ।