চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ ভেজাল কীটনাশক ও দস্তা সার ধ্বংসকালে সদর ইউএনও আবুল আমিন

 

ভেজাল প্রতিরোধে প্রশাসনকে সংবাদ দিয়ে সহযোগিতা করার আহ্বান

ডিঙ্গেদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন ও উপজেলা কৃষি অফিসার সুফি মো. রফিকুজ্জামানের নেতৃত্বে বিপুল পরিমাণ জব্দকৃত ভেজাল কীটনাশক ও দস্তা সার ধ্বংস করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এ সার ধ্বংস করে মাটিতে পুঁতে ফেলা হয়া। এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন বলেন কৃষি ও কৃষকেরা এদেশের চালিকা শক্তি। মাথার ঘাম পায়ে ফেলে কৃষকেরা দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতায় সহযোগিতা করছে। কিন্তু এক ধরনের অসাধু ব্যক্তি ও ব্যবসায়ী বিভিন্নভাবে কৃষকদের ঠকাচ্ছে। এদের বিরুদ্ধে শুধু অভিযানই নয়, কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে। এ জন্য কৃষক ও এলাকার সচেতন ব্যক্তিদের প্রতি প্রশাসনকে সংবাদ দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান। এ সময় চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি অফিসার সুফি মো. রফিকুজ্জামান বলেন প্রায় ১৫দিন ধরে চুয়াডাঙ্গা সদরের দোস্ত বাজার, হিজলগাড়ী বাজার, ৯মাইল ভুলটিয়া বাজার, ও ডিঙ্গেদহ বাজারে অভিযান চালিয়ে ভক্সাল সুপার ২৫০মিলি ৮৪০ বোতল, ভক্সাল সুপার ১০০০মিলি ১১০ বোতল, আমেরিকান জিংক প্লাস (মনো) ১৪১প্যাকেট, অষ্ট্রেলিয়ান জিংক (মনো) ১৪৩প্যাকেট, থাই জিংক (মনো) ১প্যাকেট, ম্যাপ জিংক (মনো) ৬প্যাকেট, চাঁদমার্কা মাইক্রোলিট চিলেটেড জিংক ৪৮প্যাকেট, অটো জিংক (মনো) ১১৬প্যাকেট, গ্রোজিংক প্লাস ১৫প্যাকেট, শক্তি ওয়ান মনো ৮০প্যাকেট, শক্তি প্লাস(মনো) ৮০প্যাকেট, আমেরিকান যমুনা দস্তা সার ১৫প্যাকেট, আমেরিকান গ্রো জিংক ৯প্যাকেট, সুফলা জিংক মনো ১০০প্যাকেট দস্তা সার উদ্ধার করে ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৩লাখ টাকা। এর মধ্যে বায়ার কোম্পানির (ভক্সাল সুপার) লাইসেন্স বাতিল করার পর ও বাজারজাত করার অপরাধে এবং অন্যান্য দস্তা সার গুণগতভাবে ভেজাল ও নিন্মমানের হওয়ায় জব্দ করে ধ্বংস করা হয়। উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাচন অফিসার ওয়ালিউর রহমান, শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ. রহমান, আলুকদিয়া ইউপি চেয়ারম্যান আক্তাউর রহমান মুকুল, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রফিকুল ইসলাম, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার খন্দকার মনোয়ার হোসেন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ইয়াকুব আলি, উপসহকারী কৃষি কর্মকর্তা নাজমুল হক প্রমুখ।