চুয়াডাঙ্গায় বার কাউন্সিল নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন

বিএনপি সমর্থিত ৪ : অওয়ামী লীগ সমর্থিত ৪ প্রার্থী শীর্ষে

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে ভোট গণনা শুরু হয়। চুয়াডাঙ্গার নির্বাচনে বিএনপি সমর্থিত ৪ জন এবং অওয়ামী লীগ সমর্থিত ৪ প্রার্থী শীর্ষে রয়েছেন।

চুয়াডাঙ্গা বারে ১৭৪ ভোটারের মধ্যে ১৫১ জন ভোটার ভোটধিকার প্রয়োগ করেন। নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন যুগ্ম জেলা ও দায়রা জজ হাজি মো. আব্দুর রহিম। ভোট গণনা শেষে ফলাফল ঢাকায় পাঠানো হয়।

বার কাউন্সিল নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের (নীল প্যানেল) খন্দকার মাহবুব হোসেন ৮৩, ব্যারিস্টার এএম মাহবুব উদ্দীন খোকন ৮০, সানা উল্লাহ মিয়া ৭৭, , বোরহান উদ্দিন ৭২, এজে মোহাম্মদ আলী ৭১, বদরুদ্দোজা বাদল ৭০, মহসিন মিয়া ৬২ ও গ্রুপ ‘ফ’ আসনে মো. ইসহাক ৮৭ ভোট পেয়েছেন।

শাদা প্যানেলের সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম ৮২, আব্দুল বাসেত মজুমদার ৮১, ব্দুল মতিন খসরু এমপি ৭৭, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ৭৩, শ.ম রেজাউল করিম ৬৭ জেডআই খান পান্না ৬৬ পরিমল চন্দ্র গুহ ৬৩ ও গ্রুপ ‘এফ’ আসনে মো. ইয়াহিয়া ৬৩ ভোট পেয়েছেন।

চুয়াডাঙ্গার জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট এমএম শাহজাহান মুকুল বলেন, ভোট শান্তিপূর্ণভাবে শেষ হওয়ায় সকল ভোটারকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।