চুয়াডাঙ্গায় প্রায় দেড়শতাধিক মামলার মাদকদ্রব্যসহ আলামত ধ্বংস

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৩টার দিকে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার বিকেল ৩টার দিকে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে ১শ’৩৮টি মামলার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। মাদকদ্রব্যের মধ্যে ছিলো দেশি ও বিদেশি তরল মদ ১শ’৩০ লিটার, নেশা জাতীয় ভারতীয় ট্যাবলেট ৮হাজার ৩শ৫০ পিস, ১ হাজার ৮শ ৬৯ বোতল ফেনসিডিল। এছাড়াও মামলার আলামত দেশীয় অস্ত্র-সস্ত্র, জামা-কাপড়, কীটনাশক, মোবাইল বিধি মোতাবেক ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ মোহা. রবিউল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ শাহানাজ সুলতানা, যুগ্ম জেলা ও দায়রা জজ কামাল হোসেন শিকদার, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এসএম সাইফুল ইসলাম, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমান, চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক, প্রশাসনিক কর্মকর্তা নাজমুল হক, নাজির ওসমান গনি ও সিএসআই আমিনুল ইসলাম।