চুয়াডাঙ্গায় প্রবাসীর বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় প্রবাসী দু ভাইয়ের বাড়িতে পেট্রোল বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। রোববার রাত ৩টার দিকে পাঁচিলের বাইরে থেকে বোমাটি ঘরে ছুড়ে মারে তারা। বোমা ঘরের জানালায় গিয়ে লাগে। বোমার আগুন ছড়িয়ে না পড়ায় রক্ষা পেয়েছেন প্রবাসী দু’ভাইয়ের বৃদ্ধ পিতা-মাতা। খবর পেয়ে গতকাল সোমবার সকালে পুলিশ বোমার আলমত উদ্ধার করেছে। ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গা জেলা শহরের কানা পুকুরপাড়ায়।
এলাকাসূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা কানা পুকুরপাড়ার কবিরুল আলম পাভেল ও সাজিদুল আলম পারভেজ কাতার প্রবাসী। পরশু রোববার রাতে বাড়িতে ছিলেন তাদের বৃদ্ধ পিতা চুয়াডাঙ্গা একাডেমীর অবসরপ্রাপ্ত শিক্ষক ফিরোজ উদ্দীন জোয়ার্দ্দার ও মা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শুকতারা বেগম। রাত ৩টার দিকে দুর্বৃত্তরা পেট্রল বোমা ছুড়ে বাড়িতে মারলে শব্দে তাদের ঘুম ভেঙে যায়। বোতল ভেঙে আগুন ছড়িয়ে না পড়ায় তারা রক্ষা পান। প্রবাসীর পিতা-মাতা জানান, ‘রাতে তাদের ঘুম ভেঙে গেলে পেট্রোলের গন্ধ পান। পাশের ঘরের জানালার পাশে এসে দেখতে পান কাঁচের অসংখ্য টুকরো। জানালা খুলে পেট্রোল বোমার আলামদ দেখে তারা চমকে ওঠেন। খবর দেন চুয়াডাঙ্গা সদর থানায়। গতকাল সোমবার সকালে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পেট্রোল বোমার আলমত উদ্ধার করে। এ ঘটনার পর থেকে প্রবাসী পাভেল ও পারভেজের পিতা-মাতা চরম আতঙ্কে আছেন বলে জানান। কী কারণে দুর্বৃত্তরা এ হামলার ঘটনা ঘটিয়েছে তা বলতে পারছেন না তারা। কেউ কোনোদিন চাঁদাও চায়নি বলে তারা জানিয়েছেন। তবে তাদের ধারণা হয়ত চাঁদাবাজির উদ্দেশে প্রবাসী দু ভাইয়ের বাড়িতে বোমা মেরে আতঙ্ক সৃষ্টি করতে চেয়েছে দুর্বৃত্তরা।