চুয়াডাঙ্গায় প্রতারিত হওয়ার ভান করে অভিনব প্রতারণা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় এক ব্যক্তির কাছ থেকে প্রতারণা করে ৭০ হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ করেছেন একজন। সরল-সোজা কিছু নারী পুরুষ তার কথা বিশ্বাস করে প্রতারিত হয়েছে বলে অভিযোগ উঠেছে। তাদের প্রশ্ন ৭০ হাজার টাকা খোয়া গেছে বলে দাবিদার ব্যক্তি কি প্রতারিত; না প্রতারক?

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ষাটোর্ধ্ব বয়সী এক ব্যক্তি চুয়াডাঙ্গা জেলা শহরের ইমার্জেন্সি রোডের ফুলকুঁড়ি শিশু বিদ্যালয়ের কাছে পড়ে তড়পাতে থাকেন। কী হলো কী হলো করে তার সাহায্যার্থে ছুটে যান চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী প্রকৌশলী কাজী রফিকুল হক। সঙ্গে শিশু বিদ্যালয়ের বেশ কিছু নারী অভিভাবক ছুটে আসেন। অজ্ঞাত মুরব্বির মাথায় পানি ঢেলে সুস্থ করে তোলেন তারা। কী হয়েছে তার? এ প্রশ্নের পর লোকটি কেঁদে কেঁদে যে বর্ণনা দেন, তা হলো তিনি হলেন জীবন চৌধুরী। বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পুঠিয়া গ্রামে। তিনি বলেন আমার বাড়িতে বেশ কিছু দিন ধরে চুয়াডাঙ্গার একজন ছিলো। তার সাথেই চুয়াডাঙ্গায় এসেছি। তার পরিচয় জানতে চাইলে তিনি বলেন, যে আমার বাড়িতে থাকতো সে পরিচয় দিতে গিয়ে জানায়,তার নাম সিরাজ। সে চুয়াডাঙ্গা পোস্ট অফিসপাড়ার আয়ুব আলী ও সুফিয়া খাতুনের ছেলে। অসুস্থ হয়ে পড়া ব্যক্তি আরো জানান, ‌চট্টগ্রামে আমার কারখানা ও মাছের খামার আছে। সেখানে কর্মচারী নিয়োগ দেয়ার প্রয়োজন ছিলো। তাই সিরাজ আমাকে কয়েকজন কর্মচারী ঠিক করে দেবে বলে চুয়াডাঙ্গায় নিয়ে এসেছিলো। কর্মচারীদের অগ্রিম বেতন দেয়ার জন্য ৭০ হাজার টাকা নিয়ে এসেছিলাম। আমি নামাজ পড়ার জন্য মসজিদে যাই। সিরাজকে বাইরে টাকার ব্যাগ ধরে রাখতে বলেছিলাম। নামাজ পড়ে এসে দেখি সিরাজ ৭০ হাজার টাকাসহ ব্যাগ নিয়ে সটকে পড়েছে। জীবন চৌধুরী বলে পরিচয় দেয়া ব্যক্তির কথায় মানুষ বিশ্বাস করে। তাকে চট্টগ্রামে ফিরে যাওয়ার ব্যবস্থা করে ফুলকুঁড়ি বিদ্যালয়ের অভিভাবকরা। তাৎক্ষণিকভাবে ১ হাজার ৫০ টাকা তুলে দেন তারা। পরে প্রকৌশলী কাজী রফিকুল হক বাড়িতে নিয়ে গিয়ে তাকে আদর করে আপ্যায়ন করেন এবং ট্রেনের টিকেট কেটে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করেন। তাকে চুয়াডাঙ্গা রেলস্টেশনের একটি বেঞ্চে বসে থাকতে অনুরোধ করেন। কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যায় জীবন চৌধুরী বলে পরিচয় দেয়া লোকটি সটকে পড়েছেন। বিষয়টি জানার পর অনেকেই সন্দেহ করে বলেছেন, আসলেই কি জীবন চৌধুরী প্রতারণার শিকার, নাকি তিনিই প্রতারক? কেউ কেউ বলেছেন, ৭০ হাজার টাকা খোয়া যাওয়ার ভান করে সাহায্য তুলে নিয়ে সটকে পড়া জীবন চৌধুরী পরিচয় দেয়া ব্যক্তি অভিনব প্রতারক।