চুয়াডাঙ্গায় প্যান্ট কিনতে গিয়ে বন্ধু টিপ্পনি করায় বান্ধবীর মুচকি হাসিতে লজ্জা : বন্ধুর বাটাম পেটায় দু’বন্ধু আহত

স্টাফ রিপোর্টার: কলেজের দু’বন্ধু মিলে বাজারে গেলো প্যান্ট কিনতে। পছন্দের প্যান্ট ক্রয় করার পর অন্য এক বন্ধুর টিপ্পনিতে পাশ দিয়ে যাওয়া বান্ধবীর মুচকি হাসিতে লজ্জা পেয়ে তিন বন্ধুর বাকবিতন্ডা। শুরু হয় শত্রুতা। পরে একা পেয়ে মারধর। ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গা জেলা সদরের হিজলগাড়ি বাজারে। আহত দু’বন্ধু হলেন, চুয়াডাঙ্গা জেলা সদরের বড় শলুয়া সেন্টারপাড়ার মৃত আবু তাহেরের ছেলে চুয়াডাঙ্গা সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র আলামিন হোসেন (২২) তার বন্ধু একই এলাকার মিজারের ছেলে সোলায়মান হোসেন (২৩)। ঘটনার বর্ননা দিতে গিয়ে আহত সোলায়মান হোসেন বলেন, কদিন আগে আলামিনকে সাথে নিয়ে হিজলগাড়ি বাজারে যায় প্যান্ট কিনতে। বাজারের একটি দোকান থেকে প্যান্ট কিনলে সেখানে ছিলো অপর বন্ধু সামাদুল। সে বলে এতোদাম দিয়ে প্যান্ট কিনলে ওর থেকে আমার ট্রাউজার অনেক ভালো। পাশ দিয়ে যাচ্ছিলেন কলেজ পড়ুয়া আলামিনের এক বান্ধবী। কথা শুনে ওই বান্ধবী তাদের দিকে তাকিয়ে মুচকি হাসি দিতেই আলামিন লজ্জা পেয়ে যায়। পরদিন বড়শলুয়া গ্রামে সামাদুলকে একা পেয়ে আলামিন তাকে বকাঝকা করলে দু’বন্ধুর বাকবিত-া শুরু হয়। যাওয়ার সময় আলামিনকে দেখে নেয়ার কথা বলে। গতকাল মঙ্গলবার বেলা ৩টার দিকে আলামিন ও তার বন্ধু সোলায়মান হিজলগাড়ি বাজারে একটি হোটেলের সামনে দাড়িয়ে ছিলো। সামাদুল তার ভাই শামসুল ও ভগ্নিপতি ফরিদুল মিলে হোটেল থেকে বাটাম বের করে তাদেরকে পিটিয়ে আহত করে। পরিবারের সদস্যরা খবর পেয়ে আলামিন ও সোলায়মানকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।