চুয়াডাঙ্গায় পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে জেলা জজ বিপ্লব গোস্বামী বললেন

অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ বিপ্লব গোস্বামী বলেছেন, যার ডিউটি সে করবে, নিজের কাজ বাদ দিয়ে অন্য কাজ করবেন তা হবে না। যারা প্রসিকিউশনে আছেন তাদের সুবিধা দেখা হবে। তবে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। পুরাতন মামলাগুলো নিষ্পত্তি হওয়া প্রয়োজন। সেক্ষেত্রে পুলিশের সহযোগিতা দরকার। মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডাক্তারদের সাক্ষী হিসেবে খুঁজে পাওয়া যায় না। এজন্য পুলিশ সুপার ও সিভিল সার্জনের সহযোগিতার প্রয়োজন। গতকাল মঙ্গলবার বিকেলে জেলা জজ আদালতের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত মাসিক পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্সের প্রধান অতিথির বক্তব্যে জেলা ও দায়রা জজ বিপ্লব গোস্বামী এসব কথা বলেন।

চুয়াডাঙ্গার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ড. এবিএম মাহমুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ নাজির আহমেদ, বর্ডার গার্ড ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর আনোয়ার জাহিদ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম, অ্যাড. শামসুজ্জোহা (পিপি), অ্যাড. মোর্তুজা মো. মিল্টন (এপিপি), পুলিশ সুপারের প্রতিনিধি ডিবি পরিদর্শক ফারুক হোসেন, চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সি, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর, মাদকদ্রব্য অধিদপ্তরের পরিদর্শক মিলন মুখার্জী, জেল সুপার আনোয়ারুজ্জআমান ও সিএসআই লিয়াকত আলী বক্তব্য রাখেন। পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে বিষয়বস্তু তুলে ধরে সভার শুরুতেই বক্তব্য রাখেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মোহা. আমীনুল ইসলাম।

এ সময় জেলা জজ আদালত ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকবৃন্দ, আদালতের আইন কর্মকর্তা (এপিপি), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ, থানার ওসি তদন্ত কর্মকর্তারা ও আদালতের বেঞ্চ সহকারীবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।