চুয়াডাঙ্গায় পাসপোর্ট অফিসের সেবা সপ্তাহে ১২ লাখ টাকা রাজস্ব আয় : সেবা নিয়েছেন ৬শ’ জন

স্টাফ রিপোর্টার: ‘পাসপোর্ট নাগরিক অধিকার-নিঃস্বার্থ সেবাই অঙ্গীকার’ এ স্লেøাগানকে ধারণ করে চুয়াডাঙ্গায় পাসপোর্ট সেবা সপ্তাহের সমাপ্তি ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় স্থানীয় পাসপোর্ট অফিস প্রাঙ্গণে সেবা সপ্তাহের সমাপ্তি উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা পাসপোর্ট অফিসের উপসহকারী পরিচালক এসএম সানির সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাসদ নেতা অ্যাড. আকসিজুল ইসলাম রতন, অ্যাড. মানিক আকবর, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক বিপুল আশরাফ, চেম্বারের পরিচালক কিশোর কুমার প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয় গত রোববার থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত সেবা সপ্তাহের এ ৫দিনে প্রতিষ্ঠানটি রাজস্ব আয় করেছে ১২ লাখ ৩ হাজার টাকা। পাসপোর্টের জন্য আবেদন জমা পড়েছে ৩৪০টি ও ২৫৬টি পাসপোর্ট বিতরণ করা হয়েছে।
শুধু এ সপ্তাহ নয় সারা বছরই পাসপোর্ট করতে আসা সকল মানুষের নানা ধরনের সুবিধা দেয়া হবে বলে অঙ্গীকার করেন স্থানীয় অফিসের কর্মকর্তারা।