চুয়াডাঙ্গায় পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তায় ভুট্টা সংরক্ষণ করায় ভ্রাম্যমান আদালতের অভিযান

পণ্যে পাটজাত মোড়কে বাধ্যতামূলক আইনে সাড়ে ৮ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তায় ভুট্টা সংরক্ষণ করার দায়ে ভ্রাম্যমাণ আদালত চালানো হয়েছে। এ সময় ৫ জনের নিকট থেকে সাড়ে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এ ভ্রাম্যমাণ আদালত চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির রাহমান সানির নেতৃত্বে চুয়াডাঙ্গায় পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তায় ভুট্টা সংরক্ষণ করার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ‌পণ্যে পাটজাত মোড়কে বাধ্যতামূলক ব্যবহার ২০১০ আইনের ১৪ ধারায় চুয়াডাঙ্গা জেলা সদরের বালিয়াকান্দি গ্রামের আব্দুল কাদেরের ছেলে আয়াতুল্লাহ ওরফে খোমিনি প্লাস্টিকের বস্তায় করে ভুট্টা বিক্রির উদ্দেশে নিয়ে যাওয়ার সময় পাঁচমাইল বাজারে তাকে ভ্রাম্যমাণ আদালত ৫শ টাকা জরিমানা করেন। পাচমাইল বাজারের মিজানুর রহমানের ছেলে মুজাহিদকে প্লাস্টিকের বস্তায় করে ভুট্টা রাখায় ২ হাজার টাকা জরিমানা করা হয়। ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার শীতলী গ্রামের সোলায়মান হোসেনের ছেলে আশরাফুল ইসলাম প্লাস্টিকের বস্তায় করে ভুট্টা বিক্রির উদ্দেশে নিয়ে যাওয়ার সময় সরোজগঞ্জ বাজারে তাকে ভ্রাম্যমাণ আদালত ৫শ টাকা জরিমানা করেন। একই অভিযোগে যাদবপুর গ্রামের মৃত কুসাই মণ্ডলের ছেলে আবুল হোসেনের সরোজগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত ৫শ টাকা জরিমানা করেন। ডিঙ্গেদহ হাটখোলায় হাজি কলিম উদ্দীন অ্যান্ড সন্সে প্লাস্টিকের বস্তায় করে ভুট্টা রাখার দায়ে প্রতিষ্ঠানের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।