চুয়াডাঙ্গায় পাচারের সময় ৩ কিশোরী উদ্ধার : পাচারকারীসহ ৩জন আটক

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা থেকে ফুঁসলিয়ে নেয়ার তিনদিন পর পুলিশ ৩ পাচারকারীকে গ্রেফতার ও ৩ কিশোরীকে উদ্ধার করেছে। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা জাফরপুর স্টেডিয়ামপাড়া থেকে তাদেরকে আটক ও উদ্ধার করা হয়। এ ঘটনায় কিশোরীর স্বাজনরা চুয়াডাঙ্গা সদর থানায় বাবলুর স্ত্রী শাবানা ৫জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪-৫জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। আটককৃতরা হলো, চুয়াডাঙ্গা জাফরপুর স্টেডিয়ামপাড়ার তাজনিনা বুড়ি, মালেকা খাতুন ও চয়ন মিয়া। উদ্ধারকৃত ৩ কিশোরী হলো, একই পাড়ার তোয়াজ উদ্দিনের মেয়ে তন্নি খাতুন (১৪), বাবলুর মেয়ে সুমাইয়া (১৩) ও পার্শ্ববর্তী কলোনিপাড়ার মৃত আব্দুর রহমানের মেয়ে নাজমিনা খাতুন মিষ্টি (১৫)।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি তদন্ত আব্দুল খালেক জানান, গত সোমবার দুপুরে কাজের প্রলোভন দেখিয়ে চুয়াডাঙ্গা জাফরপুর থেকে নারী পাচারকারী তাজনিনা বুড়ি ৩ কিশোরীকে পাচার করে ঢাকা মিরপুরে নিয়ে আটকে রাখে। পরে কিশোরীর পরিবার বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ পাচার হওয়া ৩ কিশোরীর পরিবারের সহযোগিতায় তাদের চুয়াডাঙ্গায় ফিরিয়ে আনে গত বৃহস্পতিবার রাতে। গতকাল শুক্রবার সকালে পুলিশ চুয়াডাঙ্গার জাফরপুর থেকে তাজনিনার বাড়িতে অভিযান চালিয়ে তাকেসহ তার নানিকে আটক করে। গতকাল শুক্রবার দুপুরে পুলিশ আরও এক পাচারকারীকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তিতে ৩ কিশোরীকে উদ্ধার করা হয় একই এলাকা থেকে।