চুয়াডাঙ্গায় নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও আলোচনা

 

স্টাফ রিপোর্টার: ন্যায় বিচারের দাবিতে ‘জেগে ওঠো, সোচ্চার হও’ এ স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গায় নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বেসরকারি সংগঠন ওয়েভ ফাউন্ডেশন, লোকমোর্চা ও অ্যাকশান এইডের আয়োজনে গতকাল শনিবার  বেলা ১০টায় বড়বাজার শহীদ হাসান চত্বরে এ কর্মসূচি পালিত হয়।  বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা পৌরমেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা লোকমোর্চার সভাপতি জজকোর্টের পিপি অ্যাড. আলমগীর হোসেন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, জেলা শিক্ষক অভিভাবক ফোরামের সাধারণ সম্পাদক আব্দুল মোত্তালিব, উদীচীর সভাপতি অ্যাড. নওশের আলী, সদর উপজেলা লোকমোর্চার সভাপতি সহিদুল হক বিশ্বাস, ইলিয়াস হোসেন, নারীনেত্রী মৌসুফা বেগম ও নুঝাত পারভীন। মানববন্ধনে ঘোষণাপত্র পাঠ করেন সদর উপজেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক পারভিন লায়লা মালিক ও জেলা লোকমোর্চার সচিব শাহনাজ পারভীন শান্তি সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন।