চুয়াডাঙ্গায় তোতা গ্রেফতার : ২শ’ অ্যাম্পুল ঘুমের ইনজেকশন উদ্ধার

 

স্টাফ রিপোর্টার: মাদক বিক্রেতা আলোচিত তোতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার বেলা আড়াইটার দিকে চুয়াডাঙ্গা জেলা শহরের টাউন ফুটবল মাঠের নিকট থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার নিকট থেকে ২শ অ্যাম্পুল ঘুমের ইনজেকশন উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, চুয়াডাঙ্গা মসজিদপাড়ার মৃত মতলেব মণ্ডলের ছেলে তোতা দীর্ঘদিন ধরে দৌলাতদিয়াড় চুনুরীপাড়ায় বসবাস করে। নেশাখোরদের মাঝে ঘুমের ইনজেকশনসহ বিভিন্ন প্রকারের মাদক বিক্রেতা হিসেবে চিহ্নিত সে। গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানার এসআই আমির আব্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারের পর তোতা পুলিশকে জানায়, সে আলমডাঙ্গার জাহিদের নিকট থেকে ঘুমের ইনজেকশনগুলো এনেছিলো। বিক্রির জন্যই সে টাউন ফুটবল মাঠের নিকট অবস্থান নেয়। তাকে আজ রোববার আদালতে সোপর্দ করা হতে পারে।

এসআই আমির আব্বাস বলেছেন, চুয়াডাঙ্গায় নতুন করে জোর গতিতে মাদকবিরোধী অভিযান শুরু হয়েছে। এ অভিযান সদর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে অব্যাহত থাকবে।