চুয়াডাঙ্গায় ট্রেনে কেটে অজ্ঞাত ব্যক্তি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা নকশীকাঁথা ট্রেনে কেটে গুরুতর আহত হয়েছেন অজ্ঞাতনামা এক ব্যক্তি। তার ডান হাতের কবজি কেটে পড়ে গেছে। একই সাথে মাথায় চরম আঘাত পেয়েছেন তিনি। মুমূর্ষু অবস্থায় জিআরপি পুলিশ তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেছে। তার অবস্থা গুরুতর বলে চকিৎসকেরা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, খুলনা থেকে ছেড়ে আসা গোয়ালন্দমুখি নকশীকাঁথা টেনটি সকাল পৌনে ৭টার দিকে চুয়াডাঙ্গা স্টেশন ছেড়ে যাওয়ার প্রায় দু ঘণ্টা পর স্টেশনের পার্শ্ববর্তী রেলপাড়া এলাকায় ট্রেনলাইনের ওপর এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে এলাবাসী জিআরপি পুলিশকে খবর দেয়। পুলিশ তাকে উদ্ধার করে চুয়ডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। আনুমানিক ৫০ বছর বয়সী ফর্সা লোকটির মুখে হালকা টাকা ছোট দাড়ি আছে। শরীরে কালোছায়ে রঙের জামা, ভিতরে সাদা রঙের গোলগলা গেঞ্জি ও পরনে ছায়ে রঙে ফুলপ্যান্ট আছে। অতিরিক্ত রক্তক্ষরনের কারণে তার অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসক দু ব্যাগ প্রয়োজন বলে জানালে সমাজসেবা হাসপাতালে অধিদপ্তর তাৎক্ষণিক একব্যাগ রক্তরে ব্যবস্থা করেন। তাছাড়া দারিদ্র পুনবাসন কেন্দ্রের পক্ষে মানিক উজ্জামান মানিক প্রয়োজনীয় চিকিৎসার ওষুধ সরবরাহ করেন।