চুয়াডাঙ্গায় চিকিৎসক সেজে দালালের প্রেসক্রিপশন

 

স্টাফ রিপোর্টার: এবার চুয়াডাঙ্গায় চিকিৎসক সেজে বিভিন্ন পরীক্ষা লিখে দিলেন সাইদ নামের একজন। রক্ত পরীক্ষা ও আলট্রাসনো করিয়ে আনার পর ডাক্তারদের কাছে ধরা পড়েছে এ প্রতারণা। অভিযুক্ত সাইদ হাসপাতাল এলাকার চিহ্নিত দালাল হলেও হাসপাতাল থেকে তাকে স্বেচ্ছাসেবক হিসেবে পরিচয়পত্র দেয়া হয়েছে অভিযোগকারীরা জানান।

জানা গেছে, গতকাল বুধবার বেলা ১১টার দিকে ঝিনাইদহের গোবিন্দপুর গ্রামের আরজান আলী মেয়ে লীমা খাতুনকে (১২) সাথে নিয়ে আউটডোরে আসেন রোগী দেখাতে। এ সময় সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. এমএ রশিদ চেম্বারে না থাকার সুযোগ নিয়ে চিকিৎসক সেজে বসেন সাইদ। তিনি রোগীর টিকেটে রক্ত পরীক্ষা ও আলট্রাসনো লিখে দেন। রক্ত পরীক্ষা ও আলট্রাসনোগ্রাফির পর ধরা পড়ে হাতের লেখাটি ডা. এমএ রশিদের নয়। পরবর্তীতে রক্ত পরীক্ষা ও আলট্রাসনোর টাকা ফেরত দেয় হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার ও রঙধনু ডায়াগনস্টিক সেন্টার। এ ঘটনার পর অভিযুক্ত সাইদ গা ঢাকা দেন।