চুয়াডাঙ্গায় খাদ্যদ্রব্যে ভেজালবিরোধী সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ফলমূল ও খাদ্যদ্রব্যে ফরমালিন এবং বিভিন্ন বিষাক্ত রাসায়নিক ভেজাল মিশ্রণবিরোধী এক সভা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বরাষ্ট্রমন্ত্রণালয় কর্তৃক ২৯ সদস্যের কমিটির নাম জেলা প্রশাসক ঘোষণা করেন। জেলা পর্যায়ে সংসদ সদস্যকে উপদেষ্টা, জেলা ম্যাজিস্ট্রেটকে সভাপতি ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে সদস্য সচিব করা হয়েছে ।

চুয়াডাঙ্গা জেলা ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনজুমান আরা, সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামানসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, খাদ্যে রাসায়নিক দ্রব্য ও ভেজাল মিশ্রণ নিরোধ অভিযান পরিচালনার লক্ষ্যে মোবাইলকোর্ট আইন-২০০৯’র আলোকে মোবাইলকোর্ট পরিচালনার জন্য ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা হলেন- চুয়াডাঙ্গা সদরে উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুন উজ্জামান, জেলা শহরসহ সমগ্র জেলায় সহকারী কমিশনার সরকার অসীম কুমার ও সহকারী কমিশনার রুহুল আমিন, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম, দামুড়হুদায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাফিজ ও জীবননগরে সহকারী কমিশনার (ভূমি) কামাল হোসেন।

উপজেলা পর্যায়ে খাদ্যে রাসায়নিক ও ভেজাল মিশ্রণ নিরোধ অভিযানের সার্বিক কার্যক্রম সমন্বয় ও তদারকির জন্য সংসদ সদস্যকে মূখ্য উপদেষ্টা, উপজেলা চেয়ারম্যানকে উপদেষ্টা, উপজেলা নির্বাহী অফিসারকে সভাপতি ও সহকারী কমিশনারকে (ভূমি) সদস্য সচিব করে ১৯ সদস্যের কমিটি গঠন করা।