চুয়াডাঙ্গায় কৃষকদের মাঝে বীজ উৎপাদনে সহায়ক উপকরণ বিতরন অনুষ্ঠানে অতিরিক্ত পরিচালক

VLUU L100, M100 / Samsung L100, M100

 

প্রশিক্ষকে কাজে লাগিয়ে নিজের বীজ নিজে উৎপাদন করার জন্য কৃষকদের প্রতি আহ্বা

ডিঙ্গেদহ প্রতিনিধি: চাষি পর্যায়ে উন্নত ধান, গম ও পাটবীজ উৎপাদন ও সংরক্ষণে কৃষকদের মাঝে উপকরণ বিতরণ করা হয়। গতকাল সোমবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে যশোর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক চণ্ডি হাস কুণ্ডু প্রধান অতিথি হিসেবে এ উপকরণ বিতরণ করেন।

তিনি বলেন, সরকার কৃষি প্রযুক্তিসহ সকল কৃষি উপকরণ কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। সরকারের দেয়া সুযোগ নিয়ে ব্যবসাদারেরা ২০ টাকার ধান ৭৫-৮০ টাকায় কৃষকদের কাছে বিক্রি করছে। এ জন্য কৃষকদের বীজ উৎপাদন ও সংরক্ষণসহ বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান করে দক্ষতা বৃদ্ধি করে তুলছে। সরকারের দেয়া এ প্রযুক্তিকে কাজে লাগিয়ে নিজের বীজ নিজে উৎপাদন করার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান। চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নির্মল কুমার দে’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শারমিন আক্তারসহ চুয়াডাঙ্গা সদর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তাগণ। শেষে প্রধান অতিথি ৩০ কৃষকের মাঝে সার, বীজ সংরক্ষণের প্যাকেট প্রদান করেন।