চুয়াডাঙ্গায় ও সরোজগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান

 

 

লাইন্সের শর্ত ভেঙে ক্লিনিক পরিচালনা করায় জরিমানা

স্টাফ রিপোর্টার: লাইন্সের শর্ত ভেঙে ক্লিনিক পরিচালনা করার অপরাধে চুয়াডাঙ্গা দুটি ও সরোজঞ্জের একটি ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা আদায় করেছেন। গতকাল সোমবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার সাদাত পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ৩টি ক্লিনিকে মোট ২২ হাজার টাকা জরিমানা আদায় করেন।

আদালত সূত্রে জানা গেছে, মেডিক্যাল ট্রাসিস অ্যান্ড বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৮২ /৯ (চ/ছ)১৩ ধারায় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সড়কের মা ক্লিনিকের সাইদুর রহমান খোকনকে ১০ হাজার টাকা, এআর হাসপাতাল প্রাইভেট লিমিটেডের ডা. রফিক উদ্দিনকে ২ হাজার টাকা ও সরোজগঞ্জ বাজারের বিআরএম প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিকের ম্যানেজার হাবিবুর রহমান সুমনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ডা. মসিউর রহমান ও চুয়াডাঙ্গা সদর থানার এএসআই তকিবুর রহমানসহ সঙ্গীয় ফোর্স।