চুয়াডাঙ্গায় ইসলামী ব্যাংকে ২৫ হাজার দিয়ে ৮৫ হাজার টাকা নিয়ে সটকেছে প্রতারক

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ইসলামী ব্যাংক থেকে প্রতারণা করে এক নারীর ৬০ হাজার টাকা হাতিয়ে নিয়ে সটকেছে এক প্রতারক। টাকা ভাঙানোর নাম করে ওই টাকা হাতিয়ে নেয় অজ্ঞাতনামা প্রতারক। তবে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে প্রতারক ধরার প্রক্রিয়া করা হচ্ছে।
জানা গেছে, কুষ্টিয়ার পাটিকাবাড়ি গ্রামের প্রবাসী মিন্টুর স্ত্রী শেফালী খাতুন চুয়াডাঙ্গা বড় বাজারস্থ ইসলামী ব্যাংক থেকে গতকাল দুপুরে ৮৫ হাজার টাকা উত্তোলন করেন। এ সময় তার পিছু নেয় এক প্রতারক। এক হাজার নোট নিয়ে ৫শ’ টাকার নোট দেয়ার নাম করে সে ২৫ হাজার টাকার একটি বান্ডিল দিয়ে ৮৫ হাজার টাকার বান্ডিল নিয়ে সটকে পড়ে। এ বিষয়ে আজ থানায় অভিযোগের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে শেফালী খাতুন জানিয়েছেন।