চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল রোববার সকালে জেলা প্রশাসন র‌্যালি ও আলোচনাসভার আয়োজন করে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের নেতৃত্বে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক হাসান চত্বর প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়। র‌্যালি শেষে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিক সাঈদ মাহাবুবের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার রশীদুল হাসান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনজুমান আরা। সহকারী কমিশনার সৈয়দা নাফিস সুলতানার সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, জেলা তথ্য অফিসার মশিউর রহমান ও ব্র্যাকের জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন বলেন, ‘২০০৯ সালে তথ্য অধিকার আইন পাস হয়েছে। তথ্য জানার অধিকার সবার আছে। তথ্য জানার আগ্রহ থাকলেও বিষয়টি অনেকের না জানার কারণে কোনো আবেদন পাওয়া যায় না। নির্ধারিত ফরমে বিধি মোতাবেক আবেদন করলে তথ্য দিতে যেকোনো কর্মকর্তা বাধ্য। না দিলে জেল জরিমানার বিধান রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে না হলে আপিল করার বিধান রয়েছে। এরপর তথ্য কমিশনে আপিল করার সুযোগ রয়েছে। দিবসটি একদিনের মধ্যে সীমাবদ্ধা না রেখে বছরের প্রতিটি দিন মেনে চলা যায় তাহলেই দিবসটির সার্থকতা হবে।’