চুয়াডাঙ্গায় আওয়ামী লীগ নেতার বাড়িতে পেট্রোলবোমা হামলার অভিযোগ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার সদর উপজেলার কোটালি গ্রামে আওয়ামী লীগ নেতা সেলিম উদ্দীনের বাড়িতে পেট্রোলবোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে একটি গুদামঘর ভস্মীভূত হয়। গত বুধবার রাত এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি পেট্রোলবোমা ও বিস্ফোরিত বোমার আলামত উদ্ধার করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গত বুধবার রাত সাড়ে ১২টার দিকে বেগমপুর ইউনিয়নের কোটালী গ্রামের আওয়ামী লীগ নেতা সেলিম উদ্দীনের বাড়িতে পেট্রোলবোমা হামলা চালায় দুর্বৃত্তরা। বোমা হামলায় একটি গুদামঘরে আগুন ধরে গেলে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পেট্রোলবোমা ও বিস্ফোরিত বোমার আলামত উদ্ধার করে। আওয়ামী লীগ নেতা সেলিম উদ্দীন জানান, পূর্বশত্রুতার জের ধরে এ বোমা হামলা চালানো হয়েছে। এদিকে গ্রামবাসীর অনেকেই বলেছেন, ঘটনার আড়ালে অন্য কোনো রহস্য থাকতে পারে। বেগমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে কি কারণে বোমা হামলা চালানো হয়েছে সে বিষয়ে বিস্তারিত সম্ভব হয়নি। তবে বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে।