চুয়াডাঙ্গায় অপারেশনের পর কুষ্টিয়ায় নেয়ার পথে মৃত্যু : দাফন নিয়ে স্বামী ও পিতাপক্ষের সিদ্ধান্তহীনতা

 

স্টাফ রিপোর্টার: মর্জিনা খাতুনের মৃতদেহ কোথায় দাফন করা হবে? তা নিয়ে গতরাতে স্বামী ও পিতাপক্ষের সিদ্ধান্তহীনতায় রশি টানা টানি শুরু হয়। অবশ্য কেউ কেউ বলেন, মর্জিনা খাতুনের মৃত্যুর জন্য দায়ী ক্লিনিকের বিরুদ্ধে মামলা করতে মৃতদেহ নিতে হবে থানায়। গতরাত সাড়ে ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতদেহ মর্জিনার স্বামী গৃহ আলমডাঙ্গার রংপুরে রাখা ছিলো। সেখানেই দাফনের প্রস্তুতি চলছিলো।

জানা গেছে, আলমডাঙ্গার লক্ষ্মীপুরের মেয়ে মর্জিনার সাথে বিয়ে হয় রংপুরের জিকারুল ইসলামের সাথে। সুখেই কাটছিলো তাদের দাম্পত্য। মর্জিনার পেটে ব্যথার কারণে চিকিৎসকের নিকট নেয়া হয়। পরীক্ষা করে জানা যায় অ্যাপেন্ডিসাইট। অপারেশনের জন্য গতকাল দেশ ক্লিনিকে ভর্তি করা হয়। বিকেলে করা হয় অস্ত্রোপচার। অবস্থার অবনতি হলে সন্ধ্যার পর অ্যাম্বুলেন্সযোগে নেয়া হয় কুষ্টিয়ার উদ্দেশ্যে। পথিমধ্যে মারা যান মর্জিনা। মৃতদেহ নেয়া হয় স্বামীগৃহে। এরপরই প্রশ্ন ওঠে দাফনের স্থান নিয়ে। ক্লিনিকে আনাড়ি হাতে অজ্ঞান ও অপারেশনের অভিযোগও মৌখিকভাবে উত্থাপন হতে থাকে।