চুয়াডাঙ্গায় অনলাইনে আবেদনকৃত মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই কমিটি গঠনে প্রস্তুতিমূলকসভা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলায় অনলাইনে আবেদনকৃত মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই করার জন্য প্রস্তুতিমূলকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুর ১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক মফিজুর রহমান সরকার। সাবেক সদস্য সচিব রাশেদ উল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুন উজ্জামান, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদুর রহমান, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুল হাফিজ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোসেন, ডেপুটি কমান্ডার মোস্তফা খান, সহকারী কমান্ডার (সংগঠনিক) আতিয়ার রহমান, সহকারী কমান্ডার (তথ্য ও প্রচার) সিরাজুল ইসলাম, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আ.শু বাঙালী, দামুড়হুদা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আসির উদ্দিন, জীবননগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম সাত্তার ও আলমডাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার অহিম উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলার চার উপজেলার অনলাইনে আবেদনকৃত মুক্তিযোদ্ধাদের শনাক্তের জন্য যাচাই-বাছাই কমিটি গঠন করতে মুক্তিযোদ্ধাদের নাম অর্ন্তভুক্ত করা হয়।