চুয়াডাঙ্গায় অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খোয়ালেন কাঁচামাল ব্যবসায়ী কামরুল

স্টাফ রিপোর্টার: অজ্ঞান পার্টির দৌরাত্ম্য দিনদিন যেভাবে বৃদ্ধি পেয়েছে এদের হাত থেকে রেহাই পেতে উপায় খুঁজছে সাধারণ মানুষ। বাস-ট্রেন-লঞ্চের যাত্রীরা এমনকি ইজিবাইক চালকরাও এদের হাত থেকে রেহাই পাচ্ছেন না। গতকাল রোববার রেহাই পেলেন না এক কাঁচামাল ব্যবসায়ী। তিনি কাঁচামাল বিক্রি করে ট্রেনযোগে বাড়ি ফেরার পথে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খোয়ালেন। রেলওয়ে পুলিশের সহায়তায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। জিআরপি ও হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল বেলা ৫টার দিকে খুলনা থেকে রাজশাহীর উদ্দেশে যাওয়া মহানন্দা ট্রেনটি চুয়াডাঙ্গা রেলস্টেশনে এসে থামলে ওই ট্রেনের গার্ড অজ্ঞান অবস্থায় এক ব্যক্তিকে প্লাটফর্মে নামিয়ে দেন। চুয়াডাঙ্গা জিআরপি ফাঁড়ির এএসআই বাতেনের সহায়তায় অজ্ঞান ব্যক্তিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। অজ্ঞান ব্যক্তি তার নাম বলেন কামরুল ইসলাম। তিনি মেহেরপুর জেলার আসাননগর মাঝেরপাড়ার শামসুলের ছেলে বলে নিজেকে পরিচয় দিয়েছেন। বয়স আনুমানিক ৩০ বছর। তিনি একজন কাঁচামাল ব্যবসায়ী এবং তার কাছে কাঁচামাল বিক্রির ৭০ হাজার টাকা ছিলো বলে তিনি জানান।