চুয়াডাঙ্গাসহ সারাদেশে বিএডিসি শ্রমিকদের কর্মবিরতি শুরু

৪শ টাকা মজুরি ২৬০ টাকা করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল স্মারকলিপি পেশ

স্টাফ রিপোর্টার: বিএডিসির শ্রমিকদের মজুরি ৪শ টাকা থেকে হুট করে কমিয়ে ২৬০ টাকা করায় শ্রমিকরা আন্দোলন শুরু করেছেন। গতকাল থেকে শুরু করেছে অনির্দিষ্টকালের কর্মবিরতি। পূর্বের মজুরি ৪শ টাকা করার দাবিতে গতকাল থেকে কর্মবিরতির পাশাপাশি তারা বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি পেশ কর্মসূচি পালন করেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা বিএডিসির শ্রমিকরা দৌলাতদিয়াড় বীজ উৎপাদন কেন্দ্র শ্রমিক সংগঠনের সহসভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত স্মারকলিপি বিএডিসি চুয়াডাঙ্গার উপপরিচালক বরাবর পেশ করা হয়।
বিক্ষোভ মিছিল সহকারে জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিএডিসির জীব উৎপাদন কেন্দ্রের প্রকল্প পরিচালকের নিকট স্মারকলিপির অনুলিপি পেশ করা হয়। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএডিসির বীজ উৎপাদন কেন্দ্রের শ্রমিকদের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, হাসনা, মিনারুল ইসলামসহ অনেকে। বক্তারা বলেন, আমরা বীজ প্রক্রিয়াজাত কেন্দ্র বিএডসির চুয়াডাঙ্গার শ্রমিক। গত বছর জুন থেকে ৪শ টাকা করে মজুরি পেয়েছি। গত জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত একই হারে মজুরি দেয়া হয়। চলতি বছরের জানুয়ারিতে হঠাত করেই আমাদের মজুরি ৪শ টাকার বদলে ২শ ৬০ টাকা করা হয়। আন্দোলন শুরু হলে বিএডিসির ঢাকাস্থ বীজ উৎপাদন প্রকল্প পরিচালক আশ্বস্ত করে বলেন, ৪শ টাকা করেই মজুরি দেয়া হবে। কিন্তু দীর্ঘদিনেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি। ফলে শ্রমিক অসন্তোষ দানা বেঁধেছে। আন্দোলন শুরু করেছে। ৮ মে থেকে বিক্ষোভ সমাবেশ করা হচ্ছে। আজ ১৬ মে থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শ্রমিকরা কর্মবিরতি পালন শুরু করেছে। দাবি-দাওয়া পূরণ অর্থাৎ মজুরি ৪শ টাকা করা না হলে আন্দোলন চলবে।