চুয়াডাঙ্গার হিজলগাড়ি বাজারের ওষুধ ফার্মেসিতে ব্যবস্থাপত্র ছাড়াই বিক্রি হচ্ছে ঘুমের ওষুধ : তিন স্কুলছাত্র অসুস্থ

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদরের হিজলগাড়ি বাজারের রয়েছে বেশ কয়েকটি ঔষধ ফার্মেসি। এসব ফার্মেসি থেকে ব্যবস্থপত্র ছাড়াই ঘুমের ওষুধ ও যৌন উত্তেজক টেবলেট অবাদে বিক্রি হচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ। ফার্মেসি থেকে ঘুমের ঔষুধ কিনে খেয়ে তিন স্কুলছাত্র অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্যে একজনকে ভর্তি করা হয়েছে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদরের হিজলগাড়ি বাজারে রয়েছে বেশ কিছু ঔষুধ বিক্রির ফার্মেসি। এসব ফার্মেসি থেকে কোনো ব্যবস্থাপত্র ছাড়াই না কী বিক্রি হয়ে থাকে ঘুমের ও যৌন উত্তেজক ট্যাবলেট? আর এসব ট্যাবলেট বেশির ভাগ কিনে থাকে উঠতি বয়সী বেকার ও স্কুলগামী ছেলেরা। গত সোমবার সন্ধ্যায় বাজারের একটি ফার্মেসি থেকে মাধ্যমিক স্কুলপড়ুয়া তিন ছাত্র ঘুমের বড়ি কেনে এবং তা সেভেন আপের পানির সাথে মিশিয়ে সেবন করে। ওই স্কুল ছাত্ররা বিদ্যালয়ে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি বিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হলে ওই সমস্ত ছাত্রদের অভিভাবকেদের খবর দেয়া হয়। অভিভাবকেরা তাদের সন্তানদের এরূপ অবস্থা দেখে আতকে ওঠেন। ঘুমের ওষুধ সেবনকারীদের মধ্যে মকলেস নামের এক ছাত্রের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গতকাল মঙ্গলবার দুপুরের দিকে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি হওয়া ওই ছাত্রের নিকট ঘুমের ওষুধ পাওয়ার ব্যাপারে জানার চেষ্টা করা হলেও তার কথা বলার অবস্থা ছিলো না। এ ব্যাপারে চুয়াডাঙ্গা ড্রাগ সুপার শুকর্ন আহম্মেদ বলেন, ব্যবস্থাপত্র ছাড়া ওষুধ বিক্রি করা বেআইনি। তার ওপর ঘুমের ট্যাবলেট বিক্রি করার তো প্রশ্নই ওঠে না। যদি কেউ এটা করে থাকে তদন্তপূর্বক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।