চুয়াডাঙ্গার হিজলগাড়িতে গ্রমীণফোন টাউয়ারের ব্যাটারি চুরি করতে এসে ১০ জন আটক

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের হিজলগাড়ি বাজারে অবস্তিত গ্রামীণফোন টাউয়ারের ব্যাটারি খুলতে এসে আন্তঃদেশীয় ডাকাতদলের ১০ সদস্যকে আটক করেছে গ্রামবাসী। উদ্ধার করা হয়েছে তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাস এবং ট্রাক। মালামালসহ আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, শুক্রবার রাত দেড়টার দিকে ১০-১২ জন লোক একটি মাইক্রোবাস এবং একটি ট্রাক নিয়ে চুয়াডাঙ্গা সদরের হিজলগাড়ি বাজারে অবস্থিত গ্রামীণফোন টাউয়ারের নিকট দাড়ায়। এ সময় বাজারের নাইট গার্ড তাদের পরিচয় জানতে চাইলে তারা গ্রামীণফোনের লোক পরিচয় দেয়। এ সময় তারা টাউয়ারের ভেতরে প্রবেশ করতে গেলে গ্রামীণফোনের ঢাকা অফিস যশোর জোনাল অফিসকে অবহিত করে। যশোর অফিসের লোকজন বিষয়টি হিজলগাড়ি বাজারের লোকজনের নিকট জানায়। একপর্যায়ে গ্রামবাসী এবং স্থানীয় প্রশাসন তাদের পরিচয় জানতে চাইলে কথাবার্তায় গরমিল দেখা দেয়। তখন গ্রামবাসী তাদের আটক করে প্রশাসনের হাতে তুলে দেয়। আটককৃতরা হলো- মাগুরা জেলার মামুন শেখ, ফারুক মোল্লা, মানোয়ার হোসেন, আকিদুল ইসলাম, হুমায়ুন কবির, তুরান মৃধা, উজ্জ্বল হোসেন, কোমল শাহ ও মান্নান মোল্লা, নড়াইল জেলার মুত্তাকিন মোল্লা এবং পালিয়ে যায় নড়াইলের আজিজুল ও পাবনা জেলার আমিনুল ইসলাম। এ সময় পুলিশ ডাকাতদের ব্যবহৃত একটি মাইক্রোবাস এবং একটি মিনি ট্রাক আটক করেন। এ ঘটনায় গ্রামীণফোনের খুলনা রিজিউনাল অফিসের সিকিউরিটি প্রধান আরএসও মশিয়ার রহমান বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩ জনকে আসামি করে মামলা করেন। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গ্রামীণফোনের ব্যাটারি খুলতে এসে ছিলো বলে শিকার করেছে। গতকাল আটককৃতদের আদালতে সোপর্দ করেছে পুলিশ।