চুয়াডাঙ্গার হরিশপুরে মসজিদে বৈঠক করার সময় ৪ শিবিরকর্মী গ্রেফতার

 

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের হরিশপুর গ্রামে মসজিদে বসে বৈঠক করার সময় ৪ শিবিরকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, গত বুধবার রাত সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের হরিশপুর মসজিদে কিছুলোকের কানাঘোষা চলছে এমন সংবাদ পায় বেগমপুর ক্যাম্প পুলিশ। বেগমপুর ক্যাম্প পুলিশের এসআই মনির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে পৌঁছান ঘটনাস্থলে। এ সময় মসজিদ থেকে গ্রেফতার করেন হরিশপুর গ্রামের শহালমের ছেলে ডালিম (২৩), রমজানের ছেলে জসিম (২৮), মোতালেবের সুরুজ (২০) ও ঝিনাইদহ জেলার নইহাটি গ্রামের শহিদুলের ছেলে জামিরুল ইসলামকে (২২)।

পুলিশ বলেছে, কোরআন শিক্ষার পাশাপাশি যুবকেরা জিহাদী শিক্ষা গ্রহণ করছিলো। গ্রেফতারকৃত সকলেই শিবিরের সক্রিয় সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গতকালই গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। তবে এলাকাবাসী বলেছে, তারা খুবই সাধারণ ছেলে। মসজিদে তারা কোরআন শিক্ষা গ্রহণ করছিলো।