চুয়াডাঙ্গার সরোজগঞ্জ পুলিশ ফাঁড়িতে একটি মোটরসাইকেল আটক নিয়ে নানা নাটক! কেউ দিচ্ছেন না কোনো তথ্য

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদরের সরোজগঞ্জ পুলিশ ফাঁড়িতে আটক একটি হিরোহোন্ডা সুপার স্পিলিন্ডার মোটরসাইকেল আটক নিয়ে শুরু হয়েছে নানা নাটক। প্রকৃত গাড়ির মালিকের তথ্য দিতে কেউ দিচ্ছেন না সদুত্তর। মোটরসাইকেলটি নিয়ে জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন? মোটরসাইকেলটি চোরাই না ছিনতাইয়ের এ নিয়েও জনমনে কৌতূহল সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী জানায়, ৭ মে আলমডাঙ্গা উপজেলার কয়েকটি ইউনিয়নের ভোটের দিন ছিলো। ওই দিন দুপুরের দিকে নির্বাচনী এলাকা থেকে চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের খাড়াগোদা গ্রামের মৃত সাইদুর রহমান মঙ্গল মাস্টারের ছেলে রোকনুজ্জামান রোকনকে ১২৫ সিসি লাল রঙের হিরোহোন্ডা সুপার স্পিলিন্ডা অনটেস্ট মোটরসাইকেলসহ আটক করে। এ সময় পুলিশ তার কাছে গাড়ির কাগজপত্র দেখতে চাইলে সে দেখাতে ব্যর্থ হয়। পুলিশ মোটরসাইকেলটি উদ্ধার করে সরোজগঞ্জ ক্যাম্প পুলিশের হেফাজতে রাখে। শুরু হয় দেন দরবার। বিষয়টি জানাজানি হলে পুলিশের দেনদরবার ভেস্তে যায়। এ মোটরসাইকেল নিয়ে শুরু হয় নানামুখি গুঞ্জন। স্থানীয়রা জানান, রোকনের মোটরসাইকেলটি ভারতীয় টানা গাড়ি। আবার কেউ কেউ জানান, এটি ছিনতাইকারীচক্রের নিকট থেকে কম টাকায় কিনেছে সে। মোটরসাইকেলটি আটকের পর থকে মোটরসাইকেল সম্পর্কে আজ পর্যন্ত কোনো পুলিশ অফিসার সঠিক তথ্য দিতে পারেননি। সর্বশেষ গতকাল সরোজগঞ্জ ক্যাম্প ইনচার্জ এসআই গাজী কাইয়ুম জানান, সম্প্রতি আলমডাঙ্গা উপজেলার ইউনিয়ন পরিষদের নির্বাচনের দিন টহল পুলিশ ধরে মোটরসাইকেলটি ক্যাম্পে রেখে গেছে। এর বেশি আমি কিছু জানি না। এ বিষয়ে রোকনের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মোবাইলফোন রিসিভ করেননি।