চুয়াডাঙ্গার সরোজগঞ্জে চোর সন্দেহে দু’যুবক আটক : চুরিকৃত ৩টি টিউবয়েল উদ্ধার

সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সরোজগঞ্জ বাজারের ছিচকে চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। গত রোববার রাতে বাজার থেকে ৩টি টিউবয়েল চুরি হয়। এ ঘটনায় সন্দেহমূলক দু’যুবককে আটক করে পুলিশ। তাদের স্বীকারোক্তিতে ৩টি টিউবয়েল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি মজিবর রহমানের বাড়ি থেকে ১টি, শাহিনুল ইসলাম শাহিন মিয়ার চাতাল থেকে ১টি ও সরোজগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১টি টিউবয়েলের মাথা চুরি করে নিয়ে যায় চোরেরা। এ ঘটনায় সোমবার সরোজগঞ্জ বাজার পাহারাদার সুপারভাইজার সুলতান আহম্মদ অজ্ঞাতনামা আসামি করে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে চুয়াডাঙ্গা সদর থানার নবাগত অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন খাঁনের নির্দেশে সরোজগঞ্জ ক্যাম্প ইনচার্জ এসআই শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সন্দেহভাজন ২জনকে আটক করেন। আটককৃতরা হলেন সরোজগঞ্জ জলিবিলা গ্রামের বাবুল মৃধা ওরফে বাবলুর ছেলে মোরাদ হোসেন ও একই গ্রামের আমানুল্লাহ আমানের ছেলে মিলন হোসেন। গতকাল মঙ্গলবার রাতে তাদের জিজ্ঞাসাবাদে সরোজগঞ্জ জলিবিলার মাঝেরপাড়ার বাবুর বাড়ির বিচুলি পালার মধ্য থেকে ৩টি টিউবয়েলের মাথা উদ্ধার করা হয়। রাতেই উদ্ধারকৃত টিউবয়েলের মাথাসহ মোরাদ ও মিলন কে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে।