চুয়াডাঙ্গার বোয়ালিয়ায় বিদ্যুতস্পৃষ্টে আহত মহিলাকে দেখতে গিয়ে বিপত্তি : বিদ্যুতস্পৃষ্টে স্কুলছাত্রীর মৃত্যু

 

জিয়াউর রহমান জিয়া: চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বোয়ালিয়ার পূর্বপাড়ার বিদ্যুতস্পৃষ্টে আহত মহিলা আজমিরা খাতুনকে দেখতে গিয়ে ঘরে চালে টানা তারে হাত দিয়ে বিদ্যুতস্পৃষ্টে স্কুলছাত্রী রিক্তা খাতুনের (১০) মর্মান্তিক মৃত্যু হয়েছে।

জানা গেছে, গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বোয়ালিয়ার পূর্বপাড়ার মোহাম্মদ আলীর বাড়িতে তার লিক হয়ে পুরা বাড়ি বিদ্যুতায়িত হয়। এ সময় তার স্ত্রী আজমিরা খাতুন (৫০) টিনের চালে হাত ঠেকে বিদ্যুতস্পৃষ্টে আহত হন। একই পাড়ার মোতালেব হোসেনের মেয়ে বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী রিক্তা খাতুন আহত মহিলাকে দেখতে সেখানে যান। ঘরের সাথে লাগানো টানার তারের সাথে অসাবধানতাবশত হাত লেগে রিক্তা খাতুন আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে সরোজগঞ্জ বাজারে ডাক্তারে কাছে নেয়া হয়। সেখান থেকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। রিক্তার লাশ বোয়ালিয়া গ্রামে নিজ বাড়িতে নেয়া হলে স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে বাতাস। গোটা গ্রামে নেমে আসে  শোকের ছায়া। গতকাল রাতেই তার লাশ বোয়ালিয়া কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।