চুয়াডাঙ্গার বেগমপুর ক্যাম্পের অভিযুক্ত ৩ পুলিশ বদলি : জনমনে স্বস্তি

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর বেগমপুর ক্যাম্প পুলিশের ৩ সদস্য ফেনসিডিলসহ আসামি ছাড়ার তদন্তে রিপোর্ট প্রকাশ হয়েছে। অবশেষে অভিযুক্ত এএসআই মেহেদী, কনেস্টবল জাকির ও রবিউলকে বিভিন্ন জায়গায় বদলি করা হয়েছে বলে জানা গেছে। পুলিশ সুপারের সঠিক সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী।
জানা গেছে, চুয়াডাঙ্গা জেলাকে মাদকমুক্তকরণে পুলিশ প্রশাসন নানামুখি উদ্যোগ গ্রহণ করেছেন। ফলে মাদক আমদানি কারক, খুরচা বিক্রেতা এমন কি মাদক সেবনকারীরা পর্যন্ত রেহাই পাচ্ছে না। জেলাব্যাপী যখন এ অভিযান অব্যাহত রয়েছে ঠিক তখনি গত ১০ ডিসেম্বর বেগমপুর ক্যাম্প পুলিশের এএসআই মেহেদী হাসান, কনেস্টবল জাকির হোসেন ও রবিউল মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৮ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেন আকন্দবাড়িয়া মাঝেরপাড়ার সাইদুরের ছেলে জাকির হোসেনকে। অভিযোগ ওঠে রাতেই পুলিশ ৩০ হাজার টাকা উৎকোচ নিয়ে জাকির হোসেনকে ছেড়ে দেয়। এনিয়ে গত ১৪ ডিসেম্বর পত্রিকায় রিপোর্ট প্রকাশিত হলে বিষয়টি দৃষ্টিগোচরে আসে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের। একটি সূত্র বলেছে, তদন্তে উৎকোচের বিনিময়ে আসামি ছাড়ার বিষয়টি প্রমাণিত হওয়ায় বেগমপুর পুলিশ ক্যাম্প থেকে অভিযুক্ত কনেস্টবল জাকির হোসেনকে শাহাপুর ক্যাম্পে, এএসআই মেহেদী হাসানকে আলমডাঙ্গা থানায় এবং কনেস্টবল রবিউল ইসলামকে তিয়রবিলা ক্যাম্পে বদলি করা হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের এ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।