চুয়াডাঙ্গার বেগমপুর-উথলী সড়কে গাছ ফেলে নগদ টাকাকরিমন ও মোবাইল ছিনতাই :আহত ৬

 

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের বেগমপুর-উথলী সড়কের ছোট ব্রিজের নিকট গাছ ফেলে করিমন থামিয়ে পথচারীদের বেঁধে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসময় ছিনতাইকারীরা পথচারী ৫ জনকে পিটিয়ে আহত করে নগদ টাকা, করিমন ও ৬টি মোবাইলফোন ছিনিয়ে নেয়। ঘটনাটি ঘটেছে গতপরশু বুধবার রাত ১১টার দিকে।

জানাগেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের যদুপুর গ্রামের ইয়াকুব প্রধানের ছেলে শাহালম ঢাকা থেকে বাড়ি ফিরছিলো। পরিবহন থেকে নেমে সে উথলী বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিলো। তাকে আনার জন্য গত বুধবার রাত ১১টার দিকে গ্রামের করিমনচালক রহমান পাঠানের ছেলে শহর আলী, রবিউল, সুজন, মানিকসহ ৫ জন উথলীতে যায়। ফেরার পথে সড়কে ছোট ব্রিজের নিকট পৌঁছুলে ছিনতাইকারীরা সড়কে কলাগাছ ফেলে তাদের গতিরোধ করে। ছিনতাইকারীরা করিমনে থাকা সকলের হাত-পা ও মুখ বেঁধে তাদের কাছে থাকা ১২ হাজার টাকা, ৬টি মোবাইলফোন এবং করিমনটি ছিনিয়ে নেয়। এ সময় ছিনতাইকারীরা তাদেরকে বেদম মারপিট করে আহত করে। এলাকাবাসী জানায়, প্রায় ওই সড়কে ছিনতাইয়ের ঘটনা ঘটলেও তার কোনো প্রতিকার হয়নি। বিষয়টির প্রতি চুয়াডাঙ্গা পুলিশ সুপারের দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী মহল।