চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আহত অন্তত ১০ জন

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শিশু মুক্তাকে কুষ্টিয়ায় রেফার করা হয়েছে।

জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর আকন্দবাড়িয়ার রাসেল ইসলাম মনার মেয়ে ৪ বছরের শিশু মুক্তা খাতুন রাস্তার পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক কুষ্টিয়ায় নেয়ার পরামর্শ দেন। এদিকে চুয়াডাঙ্গা দৌলাতদিয়াড়ে দুপুরে ট্রাকের ধাক্কায় অটোবাইকের একই পরিবারের ৩ জনসহ ৬ জন গুরতর আহত হয়েছে। আহত হলো- দামুড়হুদার দলকালক্ষ্মীপুরের ছাকবার আলীর স্ত্রী শাবানা খাতুন (২২), ছেলে সিয়াম হোসেন (৪), মা মিলি খাতুন (৪৫), গোকুলখালী পুলিশ ফাঁড়ির সদস্য, আব্দুল জলিলের ছেলে রাজু মিয়া (২৮), আলমডাঙ্গার রুইতনপুর গ্রামের বিপুল হোসেনের স্ত্রী কলেজছাত্রী নাসিমা খাতুন, একই গ্রামের ইলাহির বকসের মেয়ে কলেজছাত্রী জান্নতুল আরা অটোচালক দৌলঅতদিয়াড়ের নজরুল ইসলামের ছেলে মাসুম (৩০)। এদের মধ্যে শিশু মুক্তা খাতুন, পুলিশ সদস্য রাজু মিয়া ও অটোচালক মাসুমকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া চুয়াডাঙ্গা সরোজগঞ্জ বোয়ালিয়ার আনোয়ার হোসেনের শিশুকন্যা রাস্তার পার হওয়ার সময় পাখিভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয়েছে। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে দামুড়হুদার মদনা গ্রামের আব্দুল হামেদর মেয়ে জেএসসি পরীক্ষার্থী নাজমুন্নাহারা পরীক্ষা দিয়ে পাখিভ্যানযোগে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হয়।